জিএসএস নিউজ ডেস্ক : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদকে হত্যার ভয়ংকর নীল নকঁশা উদ্ঘাটিত হয়েছে।
এ ঘটনায় জীবনের নিরাপত্তার প্রয়োজনে মূল পরিকল্পনাকারী বনবিথি আবাসিক এলাকার মৃত নুরুল ইসলাম সরকার এর পুত্র শ.ই সরকার জবলু (৫৫) এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবীতে অডিও রেকর্ড এর সিডিসহ মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী ( নং- ৩৩০, তারিখ : ০৬/০৮/২০১৯ইং) দায়ের করা হয়েছে।
জানা গেছে- গত ৬ আগস্ট সকাল লে সেন্ট্রাল রোডস্থ পেপার হাউস নামক দোকানে পরিকল্পনাকারী জবলু কয়েকজন সাক্ষীর সামনে সাংবাদিক মশাহিদকে হত্যা করার জন্য ভয়ংকরভাবে পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।
ইতোমধ্যে চারদিন অজ্ঞাত সন্ত্রাসীদের মাধ্যমে মশাহিদকে চলাফেরার সময় প্রাণে মেরে ফেলার হত্যার সুযোগ খুঁজেছে। কিন্তু সঙ্গে লোক থাকায় হত্যা করতে পারেনি। এমন ভয়ংকর হত্যা পরিকল্পনার কথা শুনিয়া আতংকে উপস্থিত ব্যক্তি তার স্বীকার উক্তির বক্তব্যটি অডিও ধারণ করেন।
এমতাবস্থায় সাংবাদিক মহলে তীব্রক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে থানা-পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী।