শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৯ পিএম, ২০২০-০৯-০২
নিজস্ব প্রতিবেদক : ‘রাষ্ট্রায়ত্ত খাতের পাটকল বন্ধে বিএনপি সরকার যা করতে পারেনি, এখন সেটাই বাস্তবায়ন হচ্ছে’ বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই পাটকলগুলোকে লাভজনক করার জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যে প্রস্তাব ছিল, সরকার তা নিয়ে আলোচনাও করলো না। ব্যক্তি উদ্যোক্তারা এখন পিপিপি নয়, এসব পাটকল ৯৯ বছরের জন্য ইজারা চাচ্ছেন।’
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দাবি দিবসে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির মানববন্ধন কর্মসূচিতে পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ভিডিওকলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।
এ সময় মেনন বলেন, ‘করোনার সংক্রমণে মানুষ যখন উদ্বাস্তু তখন রাষ্ট্রায়ত্ত খাতের পাটকল বন্ধ করা দেওয়া “মড়ার উপর খাড়ার ঘা” হিসেবে এসেছে। এর ফলে কেবল পঞ্চাশ হাজার শ্রমিক-কর্মচারী কর্মহীনই হয়নি, তাদের পরিবার-পরিজন অসহায় অবস্থায় পড়েছে। আদমজীর শ্রমিকদের মতো এদের অনেকেরই মরা ছাড়া কোনও উপায় থাকবে না। অন্যদিকে জাতি হারাবে ক্রমবর্ধিষ্ণু বিশ্ব পাটপণ্যের বাজার।’
বন্ধ পাটকল খুলে দেওয়া, শ্রমিক-কর্মচারী বকেয়া পরিশোধ, রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই পাটকলগুলো আধুনিকায়ন, স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, করোনায় কর্মহীন অপ্রাতিষ্ঠানিক শ্রমজীবী মানুষকে আরও ছয় মাস সহায়তা প্রদানসহ ওয়ার্কার্স পার্টি আহুত ‘দেশব্যাপী দাবি দিবস’-এর শুরুতে সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
করোনা সংক্রমণ রোধে সচেতনতার আহ্বান জানিয়ে মেনন বলেন, ‘করোনার সংক্রমণ কিছুটা কমলেও তা আরও বহুদিনই থাকবে। এ জন্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনও প্রকার শৈথিল্য করা যাবে না। গণপরিবহনে স্বাস্থ্যবিধি অমান্যের যে অবস্থা চলছে তা উদ্বেগজনক।’ জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরে বিশেষ কর্মসূচি নিতে তিনি আহ্বান জানান।
ঢাকা মহানগর কমিটির সভাপতি জননেতা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, ঢাকা মহানগর সম্পাদকম-লীর সদস্য কাজী আনোয়ারুল ইসলাম টিপু প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : তুচ্ছ ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা আক্তার(২৫) নামে তি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুনে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিহারী চাকমা : রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : আট পেরিয়ে নয়ে পর্দাপণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই শ্লোগানকে সামনে রেখে ঐত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাদল নরসিংদী প্রতিনিধি : চতুর্থ দফায় আসন্ন নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনে মনোনয়ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited