চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

জাহাঙ্গীর রানার ‘‘সওদাগর ও সোহাগী’’ আকাশ পুষ্পিতার কন্ঠে ভাইরাল

জাহাঙ্গীর রানার ‘‘সওদাগর ও সোহাগী’’ আকাশ পুষ্পিতার কন্ঠে ভাইরাল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪৯ পিএম, ২০২১-০৭-২৯

জাহাঙ্গীর রানার ‘‘সওদাগর ও সোহাগী’’ আকাশ পুষ্পিতার কন্ঠে ভাইরাল

বিনোদন ডেস্ক :  আদর চাইলে আদর দিমু রে (সওদাগর) (সোহাগী) মন দিমু না হায় রে তোমায়,হায় রে হায়।পুরুষের মন প্রেমের খনি’রে সোহাগী যে দেখিতে পায় জাহাঙ্গীর রানা সেই কথা গানে গানে গায় ।তুমি ঘর ছেড়েছ বাহির পাইয়া রে সোহাগী ঘর দিমুনা হায় রে তোমায়,হায় রে হায়। এমন এই অসাধারণ কথা ও সুরে নারী-পুরুষের অভিমানী ভালোবাসার অনুভূতি প্রকাশ হয়েছে গানটিতে ।কিন্তু কেন এমন অভিমান। প্রিয়জনকে মন না দিয়ে শুধু বাহিরের রূপ আর চাকচিক্য দিতে চান গায়ক-গায়িকা! গানের এমন রহস্য উদঘাটন করতে হলে কথা বলতে হবে গানটির সওদাগরের সঙ্গে ।হবিগঞ্জ তথা সিলেট বিভাগের অন্যতম কবি লেখক সাহিত্যিক ও গীতিকার; জাহাঙ্গীর রানা বলছিলেন,আদর চাইলে আদর দিমু রে সওদাগর ও সোহাগীর রহস্য । তিনি বলেন, একজন নারী-পুরুষ যদি তাঁর প্রিয়জনের কাছ থেকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পান সেই নারী বা পুরুষ যদি দেখেন তাঁর প্রিয়জন, সঙ্গী ,স্বামী-স্ত্রী কাছে তাঁর অন্তর নিঃসৃত মায়া মমতা ,চিরায়ত প্রেমের কোনো মূল্য নেই ,বরং তাঁর আরাধ্য নারী বা পুরুষ মানুষটি বহির্মুখী ; তখন তাঁর অন্তরের মনোবেদনা এমনি হবার কথা | আমি সেই কথাটাই গানে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি| নারী-পুরুষ তাঁর যোগ্য ভালোবাসা সম্মান দেবার পক্ষে কথা বলেছি ।আর নারী-পুরুষের এই অভিমানী ভালোবাসার প্রকাশ ঘটেছে ‘সওদাগর ও সোহাগী’ গানটিতে। এবং মিষ্টি কন্ঠে পুরুষের প্রতি নারীর এমন আবেগি ভালোবাসার প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী পুষ্পিতা মিত্র পুষ্পর কন্ঠে ।এদিকে সওদাগরের বেশ দশক জনপ্রিয়তার মধ্যে শ্রোতাদের অনুরোধে আকাশ মাহমুদের কন্ঠে ‘সোহাগীর’ বাজিমাত। সওদাগর ও সোহাগী গান দু:টি সিলেট বিভাগের অন্যতম গীতিকার: জাহাঙ্গীর রানার কথা সুর ও প্রযোজনায়।গান দু:টি পরিচালনায় ছিলেন, দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সংগীত পরিচালক আকাশ মাহমুদ। (সোহাগী) গানটি আকাশ মাহমুদ নিজেই গেয়েছেন।এছাড়াও সার্বিক সংযোগীতায় ছিলেন,আশিক আহমুদ,এইচএম রিদয়, শিউল বাবু প্রমূখ।সম্প্রতি জনপ্রিয় মিউজিক্যাল চ্যানেল poraner gan ইউটিউব চ্যানেল থেকে এ দুটি গান রিলিজ হয়েছে। গান দুটি রিলিজ হওয়ার পর থেকেই বেশ সাড়া পড়েছে দর্শক মহলে।যার ভিউয়ার্স প্রতিদিন বেড়েই চলেছে । সওদাগর ও সোহাগী গানটির বিষয়ে সংগীত পরিচালক আকাশ মাহমুদ বলেন, শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা বরাবরই ভালো গান লিখেন।ব্যক্তিগত ভাবে উনি আমার খুব প্রিয় একজন লেখক।এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই।এছাড়াও উনার বেশ কিছু গান আমি করেছি তার মধ্যে ‘যে রূপ লইয়া বড়াই করো রে বেইমান’ সওদাগর ও সোহাগী অন্যতম। সওদাগর ও সোহাগী আমার ভালো লাগার গান গুলির মধ্যে একটি।দর্শক জনপ্রিয় কন্ঠ শিল্পী পুষ্পিতার সঙ্গে ইতিমধ্যে আমার অনেক গুলো গানের কাজ হয়েছে।তার মধ্যে ‘সওদাগর’ গানটিতে অন্য রকম ভালো লাগা ও ভালোবাসা মিশে আছে।পুষ্পিতার সুন্দর গায়কি ও মডেলিং গানটিকে শ্রোতাদের কাছে আর বেশি আকর্ষণীয় করে তুলেছে ।গানটিতে অভিমানী ভালোবাসার রোমান্স খুঁজে পাবেন শ্রোতারা।ইতিমধ্যে ‘সওদাগর ও সোহাগী’ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের অনেক সুন্দর সুন্দর মন্তব্য আমাকে মুগ্ধ করেছে। দেশ-বিদেশ থেকে অনেকেই গানটি নিয়ে প্রশংসা করছেন।অনেকেই ম্যাসেঞ্জারে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।অত্যন্ত যত্ন নিয়ে গানটি তৈরি করা হয়েছে যেটা শুনলেই দর্শক-শ্রোতারা উপলব্ধি করতে পারবে বলে মনে করছি।সওদাগর গানটিতে পুষ্পিতা নিজেই মডেলিং করেছেন।এবং ‘সোহাগী’ গানটি আকাশ মাহমুদ নিজেই গেয়েছেন ও মডেলিং করেছেন।গানটির প্রসঙ্গে শ্রোতাপ্রিয় সংগীত শিল্পী পুষ্পিতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ছোটবেলা থেকেই গান নিয়ে মেতে আছি। স্বপ্ন দেখি,গান গেয়ে একদিন সবার মন জয় করব। সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ।পরিবারের সবাই কমবেশি গানের সঙ্গে জড়িত।পরিবারের সবার ছোট্ট মেয়ে আমি তাই পরিবার থেকে ভীষণ সাপোর্ট পাই।সেটাই আমার শক্তি।শ্রোতারা আমাকে অনেক অনুপ্রেরণা ও ভালোবাসা দিচ্ছেন।সেই ভালোবাসাই এবারের “সওদাগর” গানটি শ্রেতাদের জন্য উপহার।গানটি আমার অনেক শ্রদ্ধেয় ও অত্যন্ত গুণী ব্যাক্তিত্ব গীতিকার; জাহাঙ্গীর রানা ভাইয়ার সুর ও কথায়,জনপ্রিয় সংগীত পরিচালক আকাশ মাহমুদ ভাইয়া পরিচালনা করেছেন ।গানটিতে কণ্ঠ দিতে পেরে খুবই ভালো লাগছে।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, সওদাগর’ এর সুরকার গীতিকার প্রযোজক,পরিচালক, poraner gan ইউটিউব চ্যানেল’সহ পুরো টিম মেম্বারদেরকে।উনাদের কারণেই গানটি এত সুন্দর ভাবে উপহার দিতে পেরেছি ।এবং আমি দর্শকদের ভালবাসার কাছে চির ঋণী ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।আশা করছি আমার ভক্ত-শ্রোতাদের কাছে গানটি অনেক ভালো লাগছে।জনপ্রিয় মিউজিক্যাল চ্যানেল poraner gan এ গানটি শোনতে পারবেন সবাই। সওদাগর ও সোহাগী গানটির রচয়িতা জাহাঙ্গীর রানা জানান, গানটি নারী -পুরুষের অভিমানী রোমান্সকে কেন্দ্র করে লেখেছি ।গতানুগতিক গানের মাঝে এবার ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছি ভালোবাসাকে।আশা করি সকলের ভাল লাগছে। যেহেতু নিজে লিখে সুর করি, নতুন কী দিতে পেরেছি, সেটাই আমার কাছে বড় বিষয়।শ্রোতার চাহিদার কথা মাথায় রেখে গানটি তৈরি করেছি।শ্রোতাদের অনেক ভালো সাড়া পাচ্ছি।গানটিতে ভিন্নধারার কথা ও সুর দেওয়ার চেষ্টা করেছি ।ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গান দুটি বেশ সাড়া ফেলেছে ।আকাশ মাহমুদ এবং পুষ্পিতা মিত্র পুষ্পার কথা না বললেই নয়,অন্তত চমৎকার গেয়েছেন। তাদের অসাধারণ গায়কীতে গানটির সুর শ্রুতিমধুর হয়েছে। আকাশ মাহমুদ একজন প্রতিভাবান শিল্পী।এবং পুষ্পিতার মিষ্টি কন্ঠ সুর ও মিষ্টি স্বভাব সাথে তার অভিব্যক্তি দৃষ্টি আকর্ষণ করে সকলের । তাদের জন্য আগামী দিনের অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল।আমরা সব সময় এধরণের মূলধারার গানের চর্চা করে থাকেন যারা তাদের নিয়ে কাজ করে আসছি। আমাদের দেশে আকাশ ও পুষ্পিতার মতো শিল্পীদের গান হলো কন্ঠসম্পদ। তাদের লালন করার দায়িত্ব আমাদেরই। আশা করি আমাদের এই প্রয়াস সবার ভাল লাগবে।গানটি কতটুকু ভালো করতে পেরেছি জানিনা ।তার মাপকাঠি করা জন্য গানটি শ্রোতা ও দর্শকদের শোনার জন্য বলব।আমরা আশাবাদী ভক্ত এবং শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।এদিকে গানটির সম্পর্কে সাধারণ শ্রোতারা বলেন,গানটির কথা এবং সুর এক কথায় অসাধারণ ।কন্ঠশিল্পী আকাশ মাহমুদ এবং পুষ্পিতার কন্ঠে গানটি অনেক ভালো মানিয়েছে। এক কথায় মনোমুগ্ধ করার মতো গান এটি ।গীতিকার; জাহাঙ্গীর রানার কাছে এই রকম অসাধারণ আরো গানের অপেক্ষায় শ্রোতারা।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : নুর আমিনা :  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ১০৪ তম জন্ম বার্...বিস্তারিত


রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : মো: শরিফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, র...বিস্তারিত


কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহম্মদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ২৪ জন মেধাব...বিস্তারিত


চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : শাহ আলম শফি :  চট্টগ্রাম বিভাগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স শ্রেষ্ঠ স্থান অর্জন করায় বরুড়...বিস্তারিত


রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : মো.শামীম আক্তার,রায়গঞ্জ(সিরাজগঞ্জ): স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্...বিস্তারিত


প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের  রূপগঞ্জে  রূপগঞ্জ ইউনিয়নে  &...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর