চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

ফুল-পাখিদের সকাল আর হ্রদ পাহাড়ের জীবনের গল্প

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৭ পিএম, ২০২০-১০-০৭

ফুল-পাখিদের সকাল আর হ্রদ পাহাড়ের জীবনের গল্প

বিহারী চাকমাফুল আর পাখিদের সান্নিধ্যে সকালটা সুন্দর হয়েছিল শিশিরের। নানান প্রজাতির রঙ-বেরঙের সুন্দর মনোহর ফুলেরা তাকে একটি রঙিন সকাল উপহার দিল। মনুষ্যলোক দেবলোকে ফুলের নানান নাম হয়। যেমন কৃঞ্চচুড়া, নয়নতারা, পারিজাত কুসুম, সন্ধ্যামালতী, রক্তজবা, মাধবীলতা, গন্ধরাজ আরো কত কত নাম হয় ফুলদের। সব ফুলেরাই শিশিরের কাছে মনোহর, মনোরম, অতিপ্রিয়, পবিত্র সুন্দর। ফুলেদের রূপ, সৌন্দর্য্য, সৌরভ স্পর্শ করে মুগ্ধ হয় হৃদয় মন। ফুলগুলোর আলাদা নাম না হয়ে যদি কেবলবিউটিফুলহত তবে সেটাই যথার্থ হত তা মনে মনে ভাবে সে

করোনা ভাইরাসের ভয় একটু কেটে যাবার পর অনেকটা প্রস্তুতি ছাড়াই সুবলংয়ে চেয়ারম্যানের বাগানে বেড়াতে গিয়ে সেখানে রাত্রিযাপন করেছিল শিশির। পরিপাটি সাজানো গোছানো সুন্দর বাড়ি বাগানটায়। বিছানায় শুয়ে শুয়ে নানান কিছু কল্পনা করেছিল। স্বপ্নরাও ছুঁয়েছিল বেশ। খুব আরামের একটা ঘুম হয়েছিল। অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছিল রাতের ঘুমে। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই একঝাক পাখির সাথে দেখা হল উঠোনের ছোট ফুল বাগানটায়। প্রফুল্ল মনে ফুলের বাগান, পাখিদের গান, নিবিড় হ্রদের সুন্দর ছবি, প্রকৃতির রূপ দেখে দেখে বিমোহিত হল। দোয়েল, ফিঙে, কালোপাখি, শালিক, ‘আট্যারাদা’ (পাহাড়ে বিলুপ্তপ্রায় পাখি) বুলবুলিরা কখনো গাছের ডালে, কখনো মাটিতে কখনো আকাশে উড়ে উড়ে আপনমনে গান গেয়ে যাচ্ছিলো। কুঞ্জলতা, রক্তজবা, মুচন্দা মাধবীলতার সৌন্দর্য্য সর্বদা মানুষকে মুগ্ধ করে। শুভগুণে গুণান্বিত তুলসীগাছেরা বাগানবাড়ির সাঝির নীচে বেশ শোভাময়। একটু নাড়া দিলেই তুলসীর সুগন্ধ বেরোয়। এক অন্যরকম সৌরভ। মৃদুমন্দ হিমেল হাওয়ারা তুলসীপাতা, কুঞ্জলতা,রক্তজবা ফুলে গাছ-গাছালিতে আপন পরশ দিয়ে যায়। পাখির গান, ফুলের সুবাস, হিমেল হাওয়ার পরশে ¯িœগ্ধ সুরভিত সুন্দর সকালটায় মনটা বারে বারে ফিরে যায়। সুবলংয়ে পাখি আর ফুলেদের খুব করে মিস করতে হবে একদিন

সকালে নাস্তা খাবার পর চেয়ারম্যান সাহেবের বাগানবাড়ি থেকে সুবলং বাজার চলে এলো শিশির। উদ্দেশ্য সাপ্তাহিক হাট বাজারে লোকজন এলে তাদের সঙ্গে গ্রামে চলে যাবে

সুবলং বাজারে হাজারে হাজারে মানুষ। মানুষের ভীড়ে করোনা ভাইরাস টিকতে না পেরে বহুদুরে চলে গেছে। লজ্জায় শিশিরের ফেইস মাক্সগুলো ব্যাগের ভেতর কিংবা প্যান্টের পকেটে ঢুকে পড়ে। করোনা ভাইরাস নিয়ে সরকারের নির্দেশনাগুলো এখানে একেবারে নিরীহ, অসহায় নিরূপায় হয়ে বসে থাকে

সুবলং বাজারে ঘুরতে লাগল শিশির। পরিচিত বেশকিছু মানুষের সঙ্গেও দেখা হল। যে বন্ধুদের সঙ্গে একসময় সে সুবলং বাজারে কাটিয়েছিল তারা এখন কেউ নেই। হঠাৎ এক ধরণের শূন্যতা অনুভব করতে লাগল। বাজারের এমাথা থেকে ওমাথা ঘুরে ঘুরে বন্ধুদের স্মৃতিগুলোকে মনে জাগিয়ে তোলে। মফিজুর রহমান তালতোর দোকানের সামনে গিয়ে জীবনে প্রথম ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া বইটির প্রচ্ছদটা চোখে ভাসতে লাগল। বইয়ের ভেতর থেকে কয়েক লাইন লেখা মনে করতে অনেক চেষ্টা করেও কিছুই মনে পড়ছিল না। শুধু বইটির নাম মনে পড়লবিদায় বেলায়

অনেক চেষ্টায় লেখকের নাম স্মরণে এল- কাশেম বিন আবু বকর। শিশির প্রেমিকার কাছ থেকে প্রথম প্রেমের বই উপহার পেয়েছিল কাশেম বিন আবু বকরের লেখাবিদায় বেলায়বইটি। বেশ নস্টালজিক হয়ে পড়ছিল সে

তার আরও মনে পড়ল সুবলং বাজারেই সে প্রথম তার এসএসসি পাশের খবরটা পেয়েছিল। হাইস্কুলের মাস্টার মশাইয়েরা বরকল থেকে পরীক্ষা পাশের খবর এনে মানিক সাহার দোকানের পেছনের জায়গায় শিক্ষার্থীদের জড়ো করে রেজাল্ট জানিয়ে দিয়েছিলেন এভাবে- রূপন চাকমা পাশ-সেকেন্ড ডিভিশন, জীবন চাকমা ফেইল, মনিষা চাকমা পাশ- ফার্স্ট ডিভিশন, শিশির চাকমা পাশ- সেকেন্ড ভিভিশন

সে বছর নিজে পাশ করলেও প্রিয়বন্ধু সহপাঠী জীবন চাকমার ফেইল চোখের জলে অনেক কষ্ট হয়েছিল শিশিরের। সেই বহুদিন আগে জীবনের চোখের জল আবার তার চোখে ভেসে উঠল। নিজের অজান্তেই আবারো অশ্রু ঝরল শিশিরের চোখে। জীবনের কথা ভাবতে লাগল। তবে পরের বছর ফার্স্ট ডিভিশন পেয়ে জীবনও এসএসসি পাশ করেছিল। রাঙামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে পরে দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। জীবনের সঙ্গে এখনো যোগাযোগ আছে শিশিরের

চলতে চলতে সুবলং বাজারের পশ্চিম দিকে আর্মি ক্যাম্পের রাস্তায় পৌঁছলে সেখান থেকে ফিরতে লাগল শিশির। ফিরতে ফিরতে কাকার কথা মনে পড়ল। শিশিরের কাকা নির্মল চাকমা ধার্মিক মানুষ। নির্মল কাকা রাজবন বিহারসহ বিভিন্ন বিহারের কঠিন চীবর দানের চাঁদা সংগ্রহ করার কাজ করতেন। এতে তার কোন লাভ ছিল না। বিহারের জন্য টাকা সংগ্রহ করে দিতে পারলে পুণ্য লাভ হবে তাই করেন। একদিন চাঁদা সংগ্রহ করতে গিয়ে সুবলং আর্মি ক্যাম্পের এক সুবেদার নির্মল কাকার কাছ থেকে চাঁদার রসিদবই গুলো চেয়ে নিলেন। কেন চাঁদা? কিসের চাঁদা? বাজারে কেন চাঁদা তোল? ইত্যাদি প্রশ্ন করেন সুবেদার সাহেব। এদিকে নির্মল কাকা বাংলা বলতে পারলেও আপনি এবং তুমির মধ্যে যে পার্থক্য সেটা জানেন না। সুবেদার সাহেবের প্রশ্নের উত্তরে কাকা বলেন- তুমি কি জান? রাজবন বিহার কত পবিত্র। এখানে দান করলে চাঁন্দা দিলে অনেক পুণ্য হয়। মানুষের মঙ্গল হয়। কঠিন চীবর দানে চাঁদা দিলে অনেক পুণ্যের ভাগী হওয়া যায়। তা তুমি বুঝবে না

একজন সাধারণ পাহাড়ি জোর গলায় তুমি তুমি সম্বোধন করায় সুবেদার সাহেব বেজায় চটে যাচ্ছিলেন। বিষয়টা টের পেয়ে শিশিরই পরে কাকা আর সুবেদার সাহেবের কথোপকথনের মাঝখানে ঢুকে পড়ে সুবেদার সাহেবকে শান্ত করে এবং চাঁদা উত্তোলনের বিষয়টির একটা সমাধান করে। শিশির সুবেদার সাহেবকে বুঝিয়ে বলে- দাদা আমার কাকা বাংলা বলতে পারলেও কার সঙ্গে আপনি আর কার সঙ্গে তুমি ব্যবহার করতে হয় তা জানেন না। প্লিজ রাগ করবেন না। রসিদ বই নিয়ে চাঁদা তোলাটা তার ধর্মীয় কাজ মনে করে। শিশির অনেক ভাবে বুঝিয়ে বলায় পরে সুবেদার সাহেব শান্ত হন

কাকার কাছে- তুমি মানে তুমি, তোমরা। আপনি শব্দটা শুনা থাকলেও কাকা বুঝতেন আপনি অর্থ নিজে। যেমন- আপনারে বড় বলে বড় সেই নয়। অর্থাৎ নিজেকে যে বড় বলে সে কখনোই বড় হয় না। তাই কাকা বাংলা বলার সময় সবার সঙ্গে সর্বদা তুমি সম্বোধন করেন। কাকা আর সুবেদার সাহেবের সেই কথোপকথন আর কাকার তুমি সম্বোধন সুবেদার সাহেবের রাগতঃ চেহারাটার কথা মনে পড়ে একা একা হেসে ফেলল শিশির

শিশির ভাবে একসময় চাঁদা শব্দটা কতই না পবিত্র আর সুন্দর ছিল। কিয়ংয়ের চাঁদা তুলতে গেলে বাড়ির সবাই টাকাটা কপালে বুকে স্পর্শ করে শ্রদ্ধা জানিয়ে সংগ্রাহকের হাতে তুলে দিত। দাতার হৃদয়ে মনে একটা পরম তৃপ্তি জাগত দানে। এক সময় শান্তিবাহিনীর চাঁদা বললে যোদ্ধাদের প্রতি সহানুভুতি, দরদ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে জাতির স্বার্থে আন্দোলন সংগ্রামকে সমর্থন জানিয়ে স্বতঃস্ফুর্তভাবে চাঁদা দিত পাহাড়িরা। সেই দিন এখন নেই। হাল আমলের চাঁদাবাজির কালচার চাঁদা শব্দটিকে একটি কলঙ্কিত শব্দে পরিণত করেছে। অথচ একসময় চাঁদা শব্দের মানে ছিল স্বতঃস্ফুর্তভাবে টাকা পয়সা দান দেয়া। জুমে উৎপাদিত নতুন ফসল-পণ্য বিক্রির টাকা চাঁদা দেয়ার জন্য রেখে দিত জুম চাষীরা। চাকমা ভাষায় সেই টাকার নামআগ টেঙা সেটা ছিল অতি পবিত্র

বোটঘাটে এসে গ্রাম থেকে আসা বোটে উঠল শিশির। পরিচিত গ্রামবাসীর সাথে কুশল বিনিময় হল। একসময় গ্রামের উদ্দেশ্যে বোট ছাড়ল। বোটে বাজারের পরিবেশ ক্রয়-বিক্রয়ের বিষয় নিয়ে হাসি-ঠাট্টা- তামাশা চলল। পত্তাপত্তি ধনবী হোটেলে ভাত খেতে বসেছিল। কিন্তু বোটটা ছাড়তে দেখে ভাত না খেয়ে দৌড়ে বোটে চলে এসেছিল তাই নিয়েও চলল হাসাহাসি। সজুরবালা তিনটা সব্জি কলার ছড়ি এনেছিল। দুইটা বিক্রি হয়েছে ৩০০ টাকায়। একটি বিক্রি হয়নি। বাজার করতে করতে ৩০০টাকা কখন ফুরিয়ে গেছে খেয়ালই করেনি তাই ছোট্ট মেয়েটির জন্য সে মেহেদী কিনে দিতে পারেনি। তবে টাকা দামের ৪টি চিপস কিনে দিয়েছে। ঘরে পৌঁছলে মেয়েটি তাকে বাজারের ঝোলা চিপস প্যাকেট ছুড়ে মারবে। সে কথা বলে সে মেয়ের মান-অভিমান মা মেয়ের গভীর ভালোবাসার কথা জানাল। মেয়ের দুষ্টু-মিষ্টি ব্যবহারের গল্প বলে বলে সে বোটের লোকজনকে হাসাতে লাগল

ধনবী পত্তাপত্তি সুবলং বাজারে বিক্রির জন্য বাশকোড়ল, পাকাবেগুন, তিতা করলা, তিত্তোলগুলো ( বুনো তিত করলা) এনেছিল। সব তরিতরকারি সস্তায় বিক্রি হয়েছে। তবে কাল্লোঙটা (মালামাল বিক্রি বাজার করার কাজে ব্যবহৃত ঝুড়ি)তে নানা পদের বাজার দেখল শিশির। ধনবী<

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : নুর আমিনা :  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ১০৪ তম জন্ম বার্...বিস্তারিত


রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : মো: শরিফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, র...বিস্তারিত


কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহম্মদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ২৪ জন মেধাব...বিস্তারিত


চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : শাহ আলম শফি :  চট্টগ্রাম বিভাগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স শ্রেষ্ঠ স্থান অর্জন করায় বরুড়...বিস্তারিত


রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : মো.শামীম আক্তার,রায়গঞ্জ(সিরাজগঞ্জ): স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্...বিস্তারিত


প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের  রূপগঞ্জে  রূপগঞ্জ ইউনিয়নে  &...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর