শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৪ পিএম, ২০২০-১০-১৪
এম.শাহরিয়ার কামাল,কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: মেঘনার ভাঙ্গনের শিকার শতশত ভূমিহীন পরিবার। এক টুকরো জমির অভাবে যেখানে সড়কের পাশে যাযাবরের মত উদ্বাস্তু আর খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে সেখানে মাত্র ৪জন প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে সরকারের ২৪ একরেরও বেশি খাস জমি।তবে ইউএনও এসিল্যান্ড আর স্থানীয় তহসিলদার মোটা উৎকোচ পেয়ে প্রায় ৫ কোটি টাকা মুল্যের ২৪ একর ৪৮ শতক খাস জমি তিন ভূমিদস্যুর কব্জায় রাখার সুযোগ করে দিয়েছেন এমন অভিযোগ স্থানীয়দের। জানা যায়, রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের প্রভাবশালী ইউপি সদস্য মো: খুরশিদ আলম ,শাহাদাত মাঝি,আমিনুল হক ও ফিরোজ ভূইয়া মিলে চরসীতা সিডিএসপি কলোনী সংলগ্ন সরকারি খাসখতিয়ানভূক্ত চরসীতা মৌজার ৮০২০ নম্বর দাগে ২৪ একর ৪৮ শতক খাস জমি দখলে নিয়ে বিশালমানের ৫টি প্রজেক্টে আয়েশিভাবে বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছেন। এদিকে ফসলি জমির পানি নিস্কাশনের পথ বন্ধ করে দিয়ে মাছ চাষ করায় প্রজেক্ট পার্শ্ববর্তী কয়েক হেক্টর জমি পানিবন্দী হয়ে পড়ায় প্রায় পাঁচ শতাধিক কৃষক পথে বসতে চলেছে বলে জানায় ভূক্তভোগীরা। সরকারী অসাধু গুটিকয়েক কর্মকর্তা কর্মচারীর কারসাজিতে বছরের পর বছর এমন রামরাজত্বই চালাচ্ছেন উল্লেখিত ভূমিদস্যু ওই চার প্রভাবশালী। তারা শুধু দখলই করেননি বরং প্রতিবছর সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত করে চলছেন তারা। এতে দায়ীত্বশীল কর্মকর্তাদের প্রতি জনগন তাদের আস্থা হারিয়েছে জানিয়ে ভোরের কাগজকে বলেন, শতশত ভূমিহীন পরিবার জায়গার অভাবে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে। অথচ ২৪ একর খাস জমি মাত্র চারজন ব্যক্তি দখল করে রেখেছে বছরের পর বছর। রামগতি উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড ও তহসিলদার দেখেও যেন না দেখার ভান করছেন। তাহলে “সরকার ক্যা মাল দরিয়া মে ডাল দে'মাগার ডালমে কুচ কালাহে"এমনটাই ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা।
ভূমিহীন আবদুল লতিফ, রফিক মিয়া ও নুর করিম বলেন, মেঘনায় ভিটেমাটি হারিয়ে রাস্তার পাশে ঝুঁপড়িঘর উঠিয়ে কোনমতে বসবাস করছি। এক টুকরো খাস জমি বন্দোবস্ত পেতে চরবাদাম ইউনিয়ন তহসিলদারের কাছে গেলে তিনি বলেন এই ইউনিয়নে কোন খাস জমি নেই। খাস জমি পাইতে হইলে উড়িরচর বয়ারচর এমনকি গজারিয়ার চর যাওয়ার জন্য বলেন তহসিলদার। অথচ এখন শুনি মাত্র চারজন লোকের দখলে ২৪ একর ৪৮ সতক খাস জমি রয়েছে। তারা ঘুষখোর তহসিলদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক স্বাস্থির দাবী জানান। সচেতনমহলের দাবী, কর্মকর্তাদের সঠিক তদারকি ও নানা অবহেলার কারনে এতোগুলো খাস জমি গুটিকয়েক ব্যক্তি লুটেপুটে খাচ্ছে! ভুমি অফিসের কর্মকর্তারা অফিসে বসে নিয়মিত ঠিকই বেতন গিলছেন।কিন্ত সরকারী সম্পদ রক্ষায় তাদের নেই কোন প্রকার নজরদারি। কারণ অর্থের রাজত্বে ডুবে গিয়ে নীতি নৈতিকতাকে পুরোপুরি জলাঞ্জলি দিয়েছে কতিপয় অসাধু কর্মকর্তারা। ওই এলাকার কৃষক আমিনুর রহমান, আব্দুস সাত্তার মৃধা, আবুল শেখ, সিরাজুল ইসলাম ও শেখ রেজাউল ইসলাম বলেন, জমিগুলো খাস জানতে পেরে আবেদন করার জন্য কয়েকবার স্থানীয় তহসিলদারের কাছে গিয়েছি। তহসিলদার আমাদের কোন পাত্তা না দিয়ে উল্টো আমাদেরকে ধমক দিয়ে বিদায় করেছে। এলাকাবাসীর দাবী উল্লেখিত চার দস্যুর কবল থেকে এই খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন পরিবারের নামে বন্দোবস্ত দেওয়া হোক। এবিষয়ে অভিযুক্ত খুরশিদ মেম্বারের ফোনে যোগাযোগ করা হলে তার ছেলে সাইফুদ্দীন জানান,এই জমির কিছু অংশ আমাদের রেকর্ডকৃত সম্পত্তি। বাকি গুলো খাস।সরকার বন্দোবস্ত দিলে আমরা বন্দোবস্ত নিতে রাজি। অপর তিনজন প্রতিবেদককে চা খাওয়ার নিমন্ত্রন করে ফোন কেটে দেন। চরবাদাম ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মাহে আলম বলেন, জমিগুলো খাস খতিয়ান ভুক্ত। অচিরেই সরকারের এই জমি ভূমিদস্যুদের দখল থেকে মুক্ত করতে অভিযান চালানো হবে। চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম বলেন, জমিগুলো সম্পুর্ন খাস। তহসিলদার কি ভাবে এতোগুলা জমি এদেরকে দখল দিল তা আমার বোধগম্য নয়। রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস বলেন, বিষয়টি খতিয়ে দেখে জমিগুলো দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া হবে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন জানান,বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। চলবে....।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : মাত্র ৭৭ সেকেন্ডের ফোন কলের সূত্র ধরে কুমিল্লার মেঘনা উপজেলার ৫ বছর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রুপগঞ্জ প্রতিনিধিঃ রুপগঞ্জের ভোলাবতে সারা দেশের মতো আগামী আসন্ন ইউপি নির্বাচনে সাধারণ মানুষ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় গতকাল মঙ্গলবার গ্রামীণফোন টঙ্গী ডিস্ট্রি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: কাঞ্চন চৌধুরী সুমন : “বাংলা স্টুডিও টিভি” ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবারের সংখ্যা ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: কাঞ্চন চৌধুরী সুমন : রবিবার বাংলাদেশ প্রেস কাউন্সিলে সন্ধ্যা ৬ টায় স্বাধীনতা সংসদের আয়োজন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে শাহ আলম (৫৫) নামে এক ব্যাক্তির লাশ উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited