চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ডা.সাকিব এর ভুল অপারেশনে একজন মেডিকেল ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত!

সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ডা.সাকিব এর ভুল অপারেশনে একজন মেডিকেল ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত!

টঙ্গী প্রতিনিধি    |    ০৫:৫৫ পিএম, ২০২২-০৪-০২

সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ডা.সাকিব এর ভুল অপারেশনে একজন মেডিকেল ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত!

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিব কর্তৃক মেডিকেলের ছাত্র অলি আহমেদ পারভেজ এর ডান পা'য়ে একে একে ২ বার ভুল অপারেশন এবং ভুল ব্যবস্থাপত্র দিয়ে তার উজ্জল ভবিষ্যৎ জীবন থেকে প্রায় দু'টি বছর বিনষ্টসহ অর্থনৈতিক ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে তদন্ত পুর্বক ওই চিকিৎসকের শাস্তি ও ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে,সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের বাসিন্দা ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,বিশিষ্ট সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ এর মেডিকেল পড়ুয়া একমাত্র ছেলে অলি আহমেদ পারভেজ বিগত ২০২০ সালের ১৮ মে হাটিকুমরুল গোলচত্বর থেকে মটরসাইকেল যোগে সিরাজগঞ্জ শহরের বাসায় যাবার পথে সার্কিট হাউজের সামনে তাকে বহনকারী মটরসাইকেলটিকে একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার ডান'পা ভেঙ্গে গেলে স্থানীয়রা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পরে দুর্ঘটনার সংবাদ পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে যান এবং তাকে অর্থপেডিক সার্জন ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিবের তত্ত্বাবধানে ভর্তি করানোর পর তিনি ২০ মে ২০২০ তারিখে তার পায়ের অপারেশন করেন। এদিকে সাংবাদিক এনামুল হকের উপস্থিতিতে ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিবের সাথে অপারেশনসহ আনুষাঙ্গিক খরচসহ কোন পদ্ধতিতে অপারেশন হবে সে বিষয়টি চুড়ান্ত চুক্তি করা হয়।  চুক্তির শর্তানুযায়ী ভাঙ্গা পা'য়ের হাঁড়ে নেইল লাগানোর কথা থাকলেও তা না লাগিয়ে হাঁড়ের সেই ভাঙ্গা স্থানে সরকারের স্বাস্থ্য বিভাগ ও জাতীয় পঙ্গু হাসপাতাল কর্তৃক নিষিদ্ধ ১৩টি নাট সংযুক্ত প্লেট লাগিয়ে দেয়। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো ওই পা'য়ের ভাঙ্গা হাঁড়ে প্লেট লাগানোর জন্য হাঁড় ফুঁটো  করার কাজে ব্যবহৃত ড্রিল মেশিনের একটি নাট হাঁড়ের ভিতর ভেঙ্গে যায়,যা পরবর্তীতে বের না করে বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসক গোপন রেখে অপারেশন কাজ শেষ করে রুগীকে  কেবিনে দেন। 

অপরদিকে অপারেশনের ৫দিন পর রুগীকে হাসপাতাল থেকে ছাড় করার পর ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিবের নিকট ধারাবাহিকভাবে প্রথম পর্যায়ে ৭দিন,দ্বিতীয় পর্যায়ে ১৫দিন এবং তৃতীয় পর্যায়ে ১ মাস পর পর করে দীর্ঘ ১৮ মাস এক্সরে ও চেকআপ করানো হয়। এরই একপর্যায়ে ১৮ মাস পর ভাঙ্গা হাঁড় জোড়া লেগেছে মর্মে ২০২১ সালের নভেম্বর মাসের ১১তারিখে ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিব অর্থনৈতিক চুক্তি করে রুগীর ডান পায়ের সেই ভাঙ্গা স্থানে লাগানো প্লেট ১৩টি নাটসহ বের করে দেন। কিন্তু হাঁড়ের ভিতরের সেই ড্রিল মেশিনের ভাঙ্গা নাটটি প্লেটের সাথে সে বের না করে হাঁড়ের ভিতরেই রেখে দেন। যা পরবর্তীতে এক্সরে রিপোর্টে সনাক্ত হওয়ায় তিনি রুগীর বাবা-মাকে সান্ত্বনা দিয়ে বলেন হাঁড় মজবুত রাখার স্বার্থে সাপোটিং হিসেবে নাট দেওয়া হয়েছে। এভাবে তার কথার প্রতি রুগীর স্বজনরা আস্থা রেখে প্লেট বের করার পর আবার ৪ মাস তার নিকট নিয়মিত চেকআপ ও পায়ের জোড়া লাগানো স্থানের এক্সরে করান। এসময় আড়াই মাস দুটি ক্রাচ এবং পরবর্তীতে ক্রাচ ছেড়ে ১ মাস ১টি লাঠির উপর ভর করে হাটা-চলার সিদ্ধান্ত দেন সংশ্লিষ্ট ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিব। এরই একপর্যায়ে চলতি ২০২২ সালের মার্চ মাসের ১৫ তারিখে শেষ এক্সরে ও চেকআপ করার পর ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিব রুগীকে লাঠি ছেড়ে স্বাধীনভাবে হাটা-চলার সিদ্ধান্ত দেন। তার সেই সিদ্ধান্ত মোতাবেক লাঠিছাড়া হাটা-চলার ৮ দিনের মাথায় গত ২৩ মার্চ ২০২২ তারিখ দুপুরে রুগী অলি আহমেদ পারভেজ দাঁড়িয়ে থেকে আলাপকালীন সময়ে তার সেই ভাঙ্গা পা'য়ের জয়েন খুলে গিয়ে সে মাটিতে পড়ে যায়। পরে ওই দিনই তাকে জরুরীভাবে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের পাশে মোহাম্মাদপুর কলেজ গেটের হুমায়ন রোডে অবস্থিত বিডিএম (প্রাইভেট) হাসপাতালে অধ্যাপক ডা.আব্দুস সালামের তত্ত্বাবধানে ৭০১ নং কেবিনে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও পঙ্গু হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা.অধ্যাপক আব্দুস সালাম তার পায়ের এক্সরে করে এবং এক্সরে রিপোর্ট দেখে বলেন পায়ের ভাঙ্গা স্থানে প্লেট লাগানোর কারণে ভাঙ্গা হাঁড় জোড়া না লাগায় জোড়া খুলে গেছে। একই সঙ্গে তিনি হাঁড়ের ভিতরে ড্রিল মেশিনের একটি নাট ভেঙ্গে থাকার বিষয়টিও সনাক্ত করেন। তবে পা'য়ের হাঁড়ের ভিতরে ভেঙ্গে থাকা ড্রিল মেশিনের ওই নাটটি বের না করা পর্যন্ত ভাঙ্গা স্থানে কোনক্রমেই নেইল লাগানো যাবেনা। ফলে অপারেশনের মাধ্যমে ভাঙ্গা নাটটি বের করে তারপর পায়ের ভাঙ্গা হাঁড়ে নেইল লাগাতে হবে বলে কর্তব্যরত চিকিৎসক ও অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা.আব্দুস সালাম রুগীর স্বজনদের জানিয়ে পা'টানা দিয়ে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রেখে ২৭ মার্চ ২০২২ রোববার তৃতীয়বার অপারেশনের মাধ্যমে সেই ড্রিল মেশিনের নাট বের করে ভাঙ্গা পা'য়ে নেইল লাগিয়েছেন। এদিকে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিব কর্তৃক একে একে ২ বার ভুল অপারেশন ও ভুল পরামর্শ দিয়ে রুগীর পরিবারের অর্থনৈতিক ক্ষতিসাধনসহ একজন মেডিকেল পড়ুয়া ছাত্রের উজ্জল ভবিষ্যৎ জীবন থেকে দীর্ঘ প্রায় দু'টি বছর বিনষ্ট করা এবং ৩য় দফায় আবার ঢাকায় অপারেশন করতে গিয়ে যে অর্থনৈতিকভাবে ক্ষতি সাধন করা হয়েছে সে বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিবের বিরুদ্ধে মামলা দায়েরের  প্রস্তুতি চলছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটি ওই চিকিৎসকের শাস্তি ও  ন্যায় বিচার দাবী করে সকল গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এব্যাপারে ডা.এএইচএম আব্দুল ওয়াহিদ সাকিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ডা.শামীম আদম স্যারকে সাথে নিয়ে সংশ্লিষ্ট রুগির ভাঙ্গা পায়ের হাঁড়ে অপারেশনের মাধ্যমে প্লেট লাগিয়েছি এবং প্রায় ২ বছর রুগির সাক্ষাত,চিকিৎসাপত্র ও এক্সরেসহ যাবতীয় পরীক্ষা আমার তত্ত্বাবধানেই হয়েছে। এমনকি রুগির পায়ের প্লেট ১৩টি নাটসহ আমি নিজে বের করেছি। তবে নিষিদ্ধ প্লেট লাগানো ও হাঁড়ের ভিতরে ড্রিল মেশিনের নাট ভেঙ্গে বিদ্যমান থাকার বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে গিয়ে এসংক্রান্ত বিষয়ে রিপোর্ট না করে হাসপাতালে এসে এপ্রতিনিধিকে সাক্ষাত করার জন্য অনুরোধ করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : নুর আমিনা :  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ১০৪ তম জন্ম বার্...বিস্তারিত


রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : মো: শরিফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, র...বিস্তারিত


কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহম্মদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ২৪ জন মেধাব...বিস্তারিত


চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : শাহ আলম শফি :  চট্টগ্রাম বিভাগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স শ্রেষ্ঠ স্থান অর্জন করায় বরুড়...বিস্তারিত


রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : মো.শামীম আক্তার,রায়গঞ্জ(সিরাজগঞ্জ): স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্...বিস্তারিত


প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের  রূপগঞ্জে  রূপগঞ্জ ইউনিয়নে  &...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর