চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

কৃষ্ণ পক্ষ

কৃষ্ণ পক্ষ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৪৫ পিএম, ২০২২-০৫-২৭

কৃষ্ণ পক্ষ

ওয়াহেদ জামান : গভীর অর্থনৈতিক সংকট চলছে অনেক দেশে। ৪৩০০ ডলার মাথা পিছু আয় নিয়ে উন্নয়নের গালভরা গল্প শোনাতে শোনাতে শ্রীলংকা নিজেকে ঋনখেলাপি ঘোষনা করেছে। ৬১০০ ডলার মাথাপিছু আয় নিয়ে দেউলিয়া হয়ে গেছে লেবানন। বিপর্যয়ের মুখে নেপাল। ২৫৯১ ডলার আয় নিয়ে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে?

মুদ্রাস্ফীতির চাপে খেটে খাওয়া মানুষ হা পিত্যেস করছে। স্বল্পমূল্যে দ্রব্য পেতে টিসিবির ট্রাকের সামনে ভিড়। মানুষ পণ্য ব্যবহার কমিয়েছে। চাল, ডাল, তেল, চিনি কম ব্যবহার করছে। গরীব মানুষ হয়তো কম খেতে বাধ্য হচ্ছে। এমনকি শিশু খাদ্য নিয়েও সংকটে পড়েছে বহু মানুষ। মধ্যবিত্ত অনেকে চক্ষু লজ্জায় নিজে টিসিবি’র লাইনে না দাঁড়িয়ে গৃহকর্মীকে পাঠাচ্ছেন সেখানে। কোন জিনিসের মুল্য একটু একটু করে নয়, লাফিয়ে দ্বিগুণ হয়েছে। বাজারে যখন মুদ্রার সরবরাহ বেড়ে যায় কিন্তু পণ্য বা সেবার পরিমাণ একই থাকে তখনই মূল্যস্ফীতি হয়। মজুদ করে, সরবরাহে বিঘ্ন ঘটিয়ে এবং আরও নানা কায়দায় পণ্যের দাম বাড়ানো হয়। এদিকে কৃষি মন্ত্রী জানাচ্ছেন, - “দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে আছে, এক টাকাও বাড়েনি”। জনগনের ধকল কমাতে বাজার ব্যবস্থায় মনিটরিং নাই। মজুতদারি, পণ্য বন্দরে রেখে দিয়ে স্থানীয় বাজারে দাম বাড়ানো হচ্ছে। সাথে এক্সট্রা চাঁদাবাজি, পুলিশী হয়রানী এবং দুর্নীতি। কারসাজি করে গত ১০-১২ বছরে পাচার হয়ে গেছে ১০ লক্ষ কোটি টাকার উপরে। উন্নয়নের সরকার নির্বিকা্র।

যোগাযোগ অবকাঠামো প্রকল্প দিয়ে রাজধানীকে প্যারিস, সুইজারল্যান্ড, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করেন সরকার পক্ষ। এই খাতেই রয়েছে দুর্নীতির অবারিত দ্বার। দ্রব্যমুল্য নিয়ে জনগনের মধ্য থেকে কখনো একটু আওয়াজ উঠালেও, অবকাঠামো প্রকল্পের ব্যয় ৩০০ শতাংশ বাড়িয়ে বিদেশে পাচার করলেও সবাই নিশ্চুপ। এ খাতে উন্নয়নের ঢোল পিটিয়ে একটা আবহ সৃস্টি করে। ঋণ নির্ভর প্রকল্পগুলি শুরু হলে টাকার ফ্লো বেড়ে গিয়ে স্থানীয় অর্থনীতিতে চাঙ্গা ভাব দেখা দিলেও মুদ্রাস্ফীতি বাড়ে, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয়।

বাড়ছে বৈদেশিক ঋণ। ২০১৪-১৫ সালে বৈদেশিক ঋণ ছিল ৪৯১০ কোটি টাকা, ২০২১-২২ এ ৯৭,৭৪০ কোটি টাকা। বিভিন্ন প্রকল্পের জন্য সরকার ঋণ নিচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের খরচ ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। রাশিয়া ঋন দেবে ৯১ হাজার ৪০ কোটি টাকা। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে জাইকার ঋণ ৪৩ হাজার ৯২১ কোটি টাকা। পদ্মা সেতু হয়ে যশোর রেলপথ নির্মাণে চীনের ঋণ ২১ হাজার ৩৬ কোটি টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ তৈরিতে জাইকার ঋণ ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ তৈরি করতে এডিবি’র ঋণ ১৩ হাজার ১১৫ কোটি টাকা। বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেল সেতু তৈরি করতে জাইকার ঋণ ১২ হাজার ১৪৯ কোটি টাকা। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেন করতে এডিবির ঋণ ১১ হাজার ৬২৫ কোটি টাকা। (সুত্র বনিক বার্তা ৫ এপ্রিল,২০২২) উন্নয়ন করতে গিয়ে ঋণের জালে আটকা পড়ছে দেশ।

বাবার কোলে থেকে শিশু নিরাপদ না। বাবার কোলে থেকে সন্ত্রাসীর গুলিতে মারা গেল ৪ বছরের জান্নাতুল ফেরদৌস। বিরোধী মতবাদকে দমন করতে করতে পুলিশ এখন ক্লান্ত। তাদের সামনে মানুষ কুপিয়ে হত্যা করছে সন্ত্রাসীরা। ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে ব্যবহার হতে হতে পুলিশ বাহিনী তার নিজেদের ইতিহাস ভুলে গেছে। এস পি লীগ বানিয়ে সাংবাদিককে গর্ব ভরে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, - “আমি দল-পাগল টাইপের মানুষ। দলকে ভালবাসি বিধায় দলীয় লোকজনের সঙ্গে সম্পৃক্ততা আছে, যোগাযোগ আছে”।

শিক্ষক কতৃক যৌন নিপীড়নের স্বীকার হচ্ছে কন্য সম ছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, তিনি আবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়ীত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে সেকেন্ড ইয়ারের ছাত্রী। নৈতিকতা কোথায় নেমে গেছে।

আবাসিক হলগুলির নিয়ন্ত্রন নিয়েছে ছাত্র লীগের গুন্ডারা। তাদের কথা মত কোন শিক্ষার্থী মিটিং মিছিলে উপস্থিত না হলে বইপত্র, মাল সামানা বাইরে ছুঁড়ে ফেলে হল থেকে বের করে দিচ্ছে। আবাসিক হলের সিট বরাদ্দ পেয়ে প্রতি মাসে টাকা গুনছেন শিক্ষার্থীরা কিন্তু সিট পাচ্ছেন না। উল্টো মেসভাড়া দিয়ে থাকছেন। হল প্রাধ্যক্ষকে বললে তাঁরা ‘বড় ভাইদের’ (ছাত্রলীগ নেতা) ধরে হলে ওঠার পরামর্শ দেন।

টিএসসি তে মেয়েদের জন্য অস্থায়ীভাবে নামাজের জায়গা করা হয়েছিল, তা ভেংগে দিয়ে ছেলেদের নামাজের স্থানও তালা মেরে দেওয়া হয়েছে। টিপ নিয়ে টিপা টিপির কোন প্রমান পাইনি পুলিশ। হৃদয় মন্ডল স্কুলে ছাত্রদের ক্লাস লেকচারে কি বলেছেন তা রেকর্ড হয়ে ভাইরাল হয়ে যায়। এগুলি কিসের আলামত? কেউ কি এ দেশটাই দাঙ্গা বাঁধানোর জন্য পিছন থেকে কলকাঠি নাড়ছে?

জানজটে অতিষ্ঠ জনগন। জানজট এখন ঢাকা ছাড়িয়ে জেলা শহরগুলিতে দেখা যাচ্ছে। মন্ত্রী বাহাদুর বলেছেন, আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় এসে উপজেলা পর্যায়ে জানজট লাগিয়ে দেবেন। তারা হয়ত ভাবছেন, সময় মত পৌঁছে অফিসগামীরা কি এমন রাজ কাজ করবেন! ছাত্র ছাত্রী সময় মত ক্লাসে না পোঁছাতে পারলে কি-ই-বা এমন ক্ষতি হবে? স্কুল কলেজ থেকে কি এমন বিদ্যার জাহাজ তৈরী হয়? তার চেয়ে ভাল, জ্যামে বসে মোবাইল বের করে নিশ্চিন্তে চ্যাটিং কর, নাহয় ঘুম দিয়ে রাতের টুকু পুষিয়ে নাও।

হারিয়ে গেছে বিরোধী দল। দুরবীণ দিয়ে তাদের খুঁজতে হয়। বিরোধীদের ঠ্যাংগিয়ে বিদায় করে এখন প্রধান মন্ত্রী বলেন, - “শক্তিশালী বিরোধী দল পাচ্ছি না”। এর পর হয়ত ‘লস্ট এন্ড ফাউন্ড ডেস্ক’ এ প্রধান মন্ত্রী খোঁজ করবেন, কেউ সেখানে জমা দিয়ে গিয়েছে কিনা!

পাঠকদের জন্য একটা জোক্‌স।

একটি মামলার স্বাক্ষী হিসেবে রহিমা খালার ডাক পড়েছে-

বাদী পক্ষের উকিল প্রথমেই জিজ্ঞেস করলেন,

-আপনি আমায় চেনেন?

-ওমা চিনব না কেন? আমাদের পাড়ার ছেলে তুমি। সেই ল্যাংটা কাল থেকে চিনি, পুরো বখে যাওয়া ছেলে। মিথ্যা কথা বলা, লোক ঠকানোর ওস্তাদ ছিলে। আরও অনেক গুন তোমার ছিলো, সে সব আর বলছি না। তোমাকে আমি ভালোই চিনি বাপু।

উকিল সাহেব স্তম্ভিত। বিবাদী পক্ষের উকিলের দিকে আঙুল নিদের্শ করে বললেন,

- ওনাকে চিনেন ?

রহিমা খালার উত্তর,

- চিনব না কেন? খুব ভাল করেই চিনি। অলস, অকর্মন্য, শহরের সব চেয়ে পিশাচ উকিল। বউয়ের চোখে ধুলো দিয়ে তিন চারটে ছুড়ির সাথে ফস্টি-নস্টি করে। তার মধ্যে একজন আবার তোমার বউ!

এবার জজ সাহেব দুই উকিলকে কাছে ডেকে নিচু গলায় বললেন,

-আপনাদের দুজনের মধ্যে যদি কেউ ওই মহিলাকে জিজ্ঞাসা করেন যে, জজ সাহেব কে চেনেন কি না, তাহলে কিন্তু আমি আপনাদের ফাঁসিতে ঝুলাবো।

লেখক : রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : নুর আমিনা :  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ১০৪ তম জন্ম বার্...বিস্তারিত


রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : মো: শরিফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, র...বিস্তারিত


কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহম্মদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ২৪ জন মেধাব...বিস্তারিত


চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : শাহ আলম শফি :  চট্টগ্রাম বিভাগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স শ্রেষ্ঠ স্থান অর্জন করায় বরুড়...বিস্তারিত


রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : মো.শামীম আক্তার,রায়গঞ্জ(সিরাজগঞ্জ): স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্...বিস্তারিত


প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের  রূপগঞ্জে  রূপগঞ্জ ইউনিয়নে  &...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর