চট্টগ্রাম   শনিবার, ২৭ জুলাই ২০২৪  

শিরোনাম

ভোলায় বাড়ছে শিশুদের নিউমোনিয়া, এক সপ্তাহে আক্রান্ত ৫৪

ভোলায় বাড়ছে শিশুদের নিউমোনিয়া, এক সপ্তাহে আক্রান্ত ৫৪

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৮ পিএম, ২০২২-০৭-০৪

ভোলায় বাড়ছে শিশুদের নিউমোনিয়া, এক সপ্তাহে আক্রান্ত ৫৪

রেজাউল করিম নিজাম।। (ভোলা প্রতিনিধি): গত কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং গরমের প্রভাবে ভোলায় শিশুদের বেড়েছে জ্বর, সর্দি, কাশিসহ নিউমোনিয়ার প্রকোপ। এতে হাসপাতালে শিশু রোগীদের চাপ বাড়ছে। কিন্তু স্থান না থাকায় বাধ্য হয়ে একটি বেডে গড়ে ৩/৪ জন রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন রোগীর স্বজনরা।
গত এক সপ্তাহে ভোলা সদর হাসপাতালে ঠানডা জনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে ৮১ জন শিশু। যারমধ্যে ৫৪ জন ছিল নিউমোনিয়া আক্রান্ত। এরমধ্যে মারা গেছে একটি শিশু। শিশুদের হঠাৎ করেই নিউমোনিয়ার প্রভাব বেড়ে যাওয়ায় সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছে অভিভাবকরা। তবে চিকিৎসকরা বলছেন, শিশুদের ঠিকমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ৩০টি। বর্তমানে এখানে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন যাদের মধ্যে ৫৪ নিউমোনিয়া আক্রান্ত। বেডে জায়গা না পেয়ে অনেকেই গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। গত এক সপ্তাহের টানা বর্ষণ এবং গরমের কারনে শিশুদের চাপ বেড়ে গেছে। তবে নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় চিন্তিত অভিভাবকরা।
হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শিশু রোগীদের ভিড়। একেকটি বেডে গড়ে ২/৩ জন করে চিকিৎসা নিচ্ছেন। একদিকে গরমের প্রভাব অন্যদিকে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে। নার্সরাও তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
চরফ্যাশন থেকে আসা ৮ মাস বয়সের এক শিশু মা রিয়া বেগম বলেন, শিশুর নিউমোনিয়া হয়েছে, তাকে চরফ্যাশন হাসপাতাল থেকে ভোলায় নিয়ে আসছি, কিন্তু ভোলা হাসপাতালে এসে দেখছি কোন জায়গা নেই, সব বেডে রোগী। তাই বাধ্য হয়ে ভিড়ের মধ্যেই গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছি।
আরেক শিশুর মা রিপা আক্তার বলেন, গত ৪ দিন ধরে ভোলা হাসপাতালে রয়েছি শিশুর নিউমোনিয়া হয়েছে। আমাদের এ বেডে ৩ জন রোগী চিকিৎসা নিচ্ছে, আমাদের খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই। একই কথা জানালেন রোগীর অন্য স্বজনরাও।
সদরের রতনপুর থেকে আসা শিশু রোগীর মা নুর নাহার বেগম বলেন, এক সপ্তাহ ধরে হাসপাতালে শিশুর চিকিৎসা করাচ্ছি। কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি।
হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশুর অভিভাবক জাহিন ও শাহনাজ বেগম বলেন, হঠাৎ করে শিশুদের অসুখ বাড়ছে। আমরা এ নিয়ে খুবই চিন্তিত।
এদিকে গত এক সপ্তাহের অধিক সসময় ধরে শিশু রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। আর ধারণ ক্ষমতার অধিক রোগী থাকায় শিশুদের চিকিৎসা নিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনদের।
শিশু ওয়ার্ডের নার্স নাসরিন আক্তার বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারনে শিশুদের রোগ ছড়িয়ে পড়ছে। অন্য সময়ের তুলনায় গত এক সপ্তাহ ধরে শিশু রোগীদের চাপ একটু বেশি। তারপরেও আমরা সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি।
হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নিরুপম সরকার সোহাগ বলেন, গরমের কারনে শিশুদের রোগ বাড়ছে। বর্তমানে হাসপাতালে যেসব রোগী আছে তার বেশীরভাগ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রোগী। এরা সবাই নিউমোনিয়া আক্রান্ত। অনেক সময় দেখা যায় পরিবেশগত কারনেও শিশুদের শ্বাসকষ্ট, জ্বর ও নিউমোনিয়া হয়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এমনটি হচ্ছে। বর্তমানে চাপ বেশি তবুও আমরা সাধ্যমত চিকিৎসা দিচ্ছি। হাসপাতালে পর্যাপ্ত ওষুধসহ অন্যান্য উপকরণ সরবরাহ রয়েছে। আপাতত সমস্যা নেই।
তিনি আরও জানান, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গত ৬ মাসে চিকিৎসা নিয়েছে ১৭৩৩ জন নিউমোনিয়া আক্রান্ত রোগী, যাদের মধ্যে মারা গেছে ১৪ জন। গত এক সপ্তাহে চিকিৎসা নেওয়া ৮১ জন রোগীর মধ্যে নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে এক শিশুর।

রিটেলেড নিউজ

আন্তর্জাতিক মানের ল্যাবে দূর্নীতির অভিযোগ হাস্যকর: বাদল চন্দ্র সাহা

আন্তর্জাতিক মানের ল্যাবে দূর্নীতির অভিযোগ হাস্যকর: বাদল চন্দ্র সাহা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রুপান্তর প্রকল্পে অনিয়মের খবর প্রকাশের পর কৃষি অধিদপ্তরের ...বিস্তারিত


আবারো শ্রেষ্ঠ এসআই হলেন গাবতলী মডেল থানার আব্দুল কুদ্দুস

আবারো শ্রেষ্ঠ এসআই হলেন গাবতলী মডেল থানার আব্দুল কুদ্দুস

জিএসএসনিউজ ডেস্ক : : আল আমিন মন্ডল (বগুড়া) : আবারো বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জুন-২৪ পুরস্কার পেলেন গাবতলী মডেল...বিস্তারিত


হোমনায় কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভ

হোমনায় কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভ

জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কোটাবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ। ক্রমেই তা ছড়িয়ে পড়েছে জেলা উপ...বিস্তারিত


উত্তাল ঢাকা

উত্তাল ঢাকা

জিএসএসনিউজ ডেস্ক : : মাস্টার কামাল চৌধুরী:  কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সক...বিস্তারিত


রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় ফের আগুন

রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় ফের আগুন

জিএসএসনিউজ ডেস্ক : : রাহুল রায়হান :  রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফের আগুন দিয়েছেন আন্দোলনকা...বিস্তারিত


কোটা আন্দোলন মেহজাবীন যা বললেন

কোটা আন্দোলন মেহজাবীন যা বললেন

জিএসএসনিউজ ডেস্ক : :  শরীফূল হক :কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন বসে নেই বিনোদন অঙ্গনের তারকারাও। এক...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর