শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৬ পিএম, ২০২১-০১-১৮
বিহারী চাকমা : রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। দেশের অন্যান্য অঞ্চলে আক্রান্তের হার শতকরা ৫% হলেও রাঙ্গামাটি তা ১৮% বলে জানিয়েছেন তিনি। সোমবার রাঙ্গামাটি জেলা পরিষদের মসিক সভায় তিনি এ তথ্য জানান। সভায় তিনি বলেন, রাঙ্গামাটিতে সর্বশেষ (১৭ জানুয়ারি পর্যন্ত) করোনা পজিটিভ আছেন ১২০৮জন। ইতোমধ্যে ১১২৫জন সুস্থ হয়েছেন। মোট মৃত্যু ১৬জন। আক্রান্তের হার ১৮.৯৭%, সুস্থতার হার ৯৩.১৩% এবং মৃত্যুর হার ১.৩২%। রাঙ্গামাটি পিসিআর ল্যাবে রোগী পরীক্ষা করা হয়েছে ৬৩৬৮টি।
তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলে যেখানে শতকরা ৫% সেখানে রাঙ্গামাটিতে ১৮%। সেদিক থেকে বিবেচনা করলে রাঙ্গামাটিতে সংক্রমণের হার যথেষ্ট বেশি। বিভিন্ন উপজেলায় সংক্রমণের হার কম হলেও রাঙ্গামাটি সদরে বেশি। শীতকালে পর্যটন মৌসুম হওয়ায় পর্যটকদের আসা-যাওয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং অন্যান্য কারণে সংক্রমণের হার বেশি। সেক্ষেত্রে টিকার জন্য অপেক্ষা না করে ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় মাসিক সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর,বাদল চন্দ্র দে, প্রিয় নন্দ চাকমা, ঝর্ণা খীসা আব্দুর রহিম, প্রবর্তক চাকমা, অংসুই ছাইন চৌধুরী, আসমা বেগম, বিপুল ত্রিপুরা, দিপ্তীময় তালুকদার, নিউচিং মারমা, ইলিপন চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা,পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম সাহান ওয়াজ, হর্টিকালচার সেন্টার বনরুপা উপপরিচালক ড. মোঃ আব্দুল জব্বার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃঞ্চ প্রসাদ মল্লিক, সমাজসেবার উপপরিচালক মোঃ ওমর ফারুক, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল্লা আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, উদ্যানতত্ত্ব¡বিদ নানিয়াচর আল মামুন, হার্টকালচার সেন্টার লংগুদু উদ্যানতত্ত্ববিদ মোঃ মহিউদ্দীন, হর্টিকালচার সেন্টার কাপ্তাই উদ্যান তত্ত্ববিদ মোঃ জামাল হোসেন, হর্টিকালচার সেন্টার বালুখালী উপ-সহঃউদ্যান কর্মকর্তা পুষ্প রঞ্জন চাকমা, জেলা সরকারী গণ গ্রন্থাগার সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, আর পিটিআই অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার, জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরী, তুলা উন্নয়ন বোর্ডের সিইউও মোঃ গিয়াস উদ্দীন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা, জেলা পিগ ফার্ম সহকারী পরিচালক ডাঃ মোঃ আজিজুর রহমান, সরকারী হাস-মুরগী খামারের ব্যবস্থাপক কুসুম চাকমা, বিএডিসি(বীজ)সহকারী পরিচালক মোঃ লুৎফর রহমান, হর্টিকালচার সেন্টার আসামবস্তি উপসহকারী উদ্যান কর্মকর্তা মোঃ কামাল হোসেন, নার্সিং ইনিষ্টিটিউট নার্সিং ইন্সট্রাক্টর ৃকৃঞ্চা চাকমা, শিল্প সহায়ক কেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মুনতাসীর মামুন, বিসিক প্রকল্পের এজিএম মোঃ ইদ্রিস হোসাইন, পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, আঞ্চলিক হাস প্রজনন প্রকল্পের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের, বিএডিসি(সেচ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাহেদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম সাহানওয়াজ বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা কার্যক্রম চালু ছিল। রাঙ্গামাটিতে বর্তমানে এক লক্ষের উপর সক্ষম দম্পতি আছে। জেলায় সর্বমোট পদ্ধতি গ্রহণকারী ৮২৭২৮ জন এবং পদ্ধতি গ্রহণের হার ৮১.৮৪ শতাংশ।
সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমাজসেবা থেকে প্রদত্ত সকল ভাতা গ্রহীতাদের বিকাশ একাউন্টের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এছাড়া, সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তারা তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, সকলে মিলে এ জেলার উন্নয়নে কাজ করার জন্য প্রতি মাসে সকল বিভাগকে নিয়ে এখানে বসা। বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে তিন পার্বত্য জেলা বিভিন্ন দিক দিয়ে ব্যতিক্রম। এখানে অনেকগুলো বিভাগ হস্তান্তরিত হয়েছে যাদের মাধ্যমে আমরা এ জেলার উন্নয়নে কাজ করতে পারি। হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা কর্মচারিরা আমাদেরই কর্মকর্তা-কর্মচারি। খোলামনে এবং মানুষের কল্যাণে কাজ করলে পরিষদ সার্বিকভাবে সহযোগিতা করবে। আমরা নতুন কিছু অর্জন করতে চাই। এক্ষেত্রে সকলের আন্তরিকতা ছাড়া তা অর্জন করা সম্ভব নয়।
সকল হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানদেরকে বিভিন্ন উপজেলা থেকে প্রকল্প নেওয়ার সময় উপজেলাওয়ারী দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে আলোচনাক্রমে পরিষদের অনুমোদন নিয়ে প্রকল্প নেওয়ার পরামর্শ দেন তিনি। ##
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী ও এক জন পুরুষ মা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: শাহজাহান : মুন্সীগঞ্জের মজিদপুর জামে মসজিদ প্রাঙ্গনে স্বপ্নালোক হাউজিং লি: এর উদ্যোগে রোববার(২...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিসিয...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি : শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited