চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

বিএমএসএস’র সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

বিএমএসএস’র সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:৪০ পিএম, ২০২২-১২-০৫

বিএমএসএস’র সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম দুলদুল : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)'র সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সিলেটের মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা উপলক্ষে "সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীনতায় বাঁচি-বাঁচাই স্বাধীনতাকে" শীর্ষক আলোচনা সভা সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সকলের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের এবং সংগঠনের সদস্যবৃন্দ ও সারাদেশে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর উদ্বোধক, প্রধান আলোচক সহ অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) বিতরণ করা হয়। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রোটারিয়ান গোলাম রব্বানী ও মাওলানা তুহিনুর রহমান শাজাহানের সঞ্চালনায় সকাল ১১ টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ড. সুলতানা বিলকিস। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন শরিয়তপুর জেলার জেল সুপার নেছার আলম চৌধুরী (মুকুল)। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফিমেল একাডেমী দিরাই'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরী, সিলেট জেলা জজ কোর্টের প্রবীণ আইনজীবি এডভোকেট ওবায়েদুর রহমান, দৈনিক জাগ্রত সিলেট'র সম্পাদক ও প্রকাশক মো: মুর্শেদ, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, যুগ্ম মহাসচিব আশাহীদ আলী আশা। সম্মানীত অতিথিবৃন্দ ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক মাহবুব আলম চৌধুরী জীবন, বিভাগীয় কমিটির তদারকির দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মো: সবুজ মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক শামসীর হারুনুর রশীদ, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মোহন আহমেদ কেন্দ্রীয় সহ-সম্পাদক রহিমা খানম সুমি। আরো উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান লস্কর, সহ সম্পাদক শফিকুল ইসলাম স্বাধীন, নির্বাহী সদস্য ফয়জুল আলী শাহ, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকে'র সভাপতি আনোয়ার হোসেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠকগন। অনুষ্ঠানের ২য় পর্বে দৈনিক ভাটি বাংলার সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলামকে সভাপতি ও বাংলাদেশ বেতারের নিজস্ব সংবাদদাতা শফিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক জাগ্রত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক, দৈনিক ভাটিবাংলার প্রধান সম্পাদক মো: মাহবুব বক্ত চৌধুরীকে সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এবং টাইম টাচ বিডির সম্পাদক তুষার চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সিলেট ব্যুরো প্রধান সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ কে সহ-সাংগঠনিক সম্পাদক করে মোট ১৫১ সদস্য বিশিষ্ট বিএমএসএস এর সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। অনুষ্ঠানে সিলেট বিভাগের ০৪ জেলার শতাধিকপর বেশি বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ তুলে ধরলে দেশ ও জাতি উপকৃত হবে। আরো বলেন, অসির চেয়ে মসি বড়। সাংবাদিকরা মশি নিয়ে সক্রিয় থাকলে সমাজের অন্যায় অনিয়ম তুলে ধরার সাথে উন্নয়ন ও অগ্রগতির তথ্য তুলে ধরলে দেশে এগিয়ে যাবে। সারাদেশের ন্যায় সিলেট অঞ্চলের সাংবাদিকদের এ ঐক্যবদ্ধতার স্বার্থে বিএমএসএস কে এধরণের একটি মহতি উদ্যোগ গ্রহণের জন্য সাধুবাদ জানান। প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, দেশে বিভিন্ন সময়ে বেশি হামলা আর মামলার শিকার হয় মফস্বলের সাংবাদিকরা। সংবাদকর্মীরা বহুমাত্রিক নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে কাজ করছেন। সংবাদ সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি, হুমকি, হামলা-মামলার শিকার হচ্ছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কাজ হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। এসব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা মূলক কথা বলেন তিনি। খন্দকার আছিফুর রহমান তার বক্তব্যে আরো বলেন, গুটি-গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি বৃহৎ ঐক্যবদ্ধতার প্লাটফর্মে ও সফলতার দ্বারপ্রান্তে। দলমতের উর্ধ্বে থেকে সব সাংবাদিকদের পাশে থাকবো ইনশাল্লাহ। ৩৬০ আওলিয়ার পূণ্যভূমি সিলেট, সংগঠনের পক্ষ থেকে বণ্যাকালীন সময়ে সিলেটবাসীর পাশে থাকা এবং সিলেটের সাংবাদিকদের প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার কথা বর্ণণা করেন তিনি। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির সিলেটে অবস্থানরত নেতৃবৃন্দকে গর্ব উল্লেখ করে তাদের সহযোগীতা ও তদারকিতে বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সার্বিক প্রচেষ্টা এবং অতিথিবৃন্দ, ৪টি জেলার সাংবাদিকদের উপস্থিতিতে সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা সফল-স্বার্থক ভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : নুর আমিনা :  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ১০৪ তম জন্ম বার্...বিস্তারিত


রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : মো: শরিফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, র...বিস্তারিত


কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহম্মদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ২৪ জন মেধাব...বিস্তারিত


চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : শাহ আলম শফি :  চট্টগ্রাম বিভাগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স শ্রেষ্ঠ স্থান অর্জন করায় বরুড়...বিস্তারিত


রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : মো.শামীম আক্তার,রায়গঞ্জ(সিরাজগঞ্জ): স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্...বিস্তারিত


প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের  রূপগঞ্জে  রূপগঞ্জ ইউনিয়নে  &...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর