শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১১ পিএম, ২০২১-০১-২১
মোহাম্মদ শাহ্ আলম শফি ,(কুমিল্লা) : কুমিল্লা পৌরসভা সিটিকরপোরেশনে উন্নীত হওয়ার এক দশকেও নগরীর যানজট সমস্যা নিরসনে কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় দিন দিন ব্যস্ততম এলাকাগুলোতে যানজন বাড়ছে প্রতিদিন। এজন্য প্রতিদিন সড়কের উপর ব্যক্তিগত যানবাহন ঘন্টার পর ঘন্টা রাখায় এঅবস্থা সৃষ্টি হচ্ছে। এতে যানজটে থেকে জনসাধারনের দুর্ভোগ বাড়লেও এটা নিয়ন্ত্রণে কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ট প্রশাসন।
দেশের অন্যতম প্রাচীন কুমিল্লা জেলা শহরটি ২০১১ সালে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর গত এক দশকে নগরীতে যেমন লোকসংখ্যা বেড়েছে,তেমনি বানিজ্যিক কার্যক্রমও বেড়েছে আগের চেয়ে অনেক। ফলে প্রতিদিনই নগরীর ব্যস্ততম সড়কের পাশজুড়ে গড়ে উঠছে বহুতল আবাসিক,বানিজ্যিক ভবন। দায়িত্বশীল সুত্র মতে যে কোন আবাসিক বা বানিজ্যিক ভবন নির্মানের আগে প্লান পাশ করতে সিটিকরপোরেশন থেকে অনুমতি নিতে হয়। সেঅনুযায়ী ভবন নির্মান শেষে সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি পেলে সেখানে বসবাস বা বানিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়। কিন্তু কুমিল্লায় সেই নির্দেশনার কিছুই চোঁখে পড়েনি। ফলে ব্যস্ততম সড়কের পাশে গড়ে উঠা আবাসিক বা বানিজ্যিক ভবন ,হাসপাতাল,শিক্ষা প্রতিষ্ঠান,হোটেল-রেষ্টুরেণ্ট এ আসা লোকজন সংশ্লিষ্ট ভবনগুলোতে পার্কিং সুবিধা না থাকায় সড়কের উপরই ব্যক্তিগত যানবাহন রেখে ঘন্টার পর ঘন্টা। এঅবস্থায় নগরীর সরু রাস্তাগুলোর দু’পাশ দখলে চলে যায় দিন-রাত। এতে প্রতিদিনই স্বাভাবিকভাবে নগরীতে চলাচলকারী রিক্সা,ইজিবাইক,অটোরিক্সাসহ অন্যন্য যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই চিত্র নগরীর ঝাউতলা,বাদুরতলা,নজরুল এভিনিউ,লাকসাম রোড,মনোহরপুর,কুমিল্লা শিক্ষা বোর্ড অফিসের সামনে, মফিজাবাদ কলোনির সামনের সড়কে। একাধিক নগরবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, নগরীর ইশ্বর পাঠাশালা স্কুল ও শিক্ষা বোর্ডের পাশে কুমিল্লা টাওয়ার নামের একটি ব্যস্ততম আধুনিক হাসপাতাল ও নগরীর ঝাউতলার মুন হাসপাতাল দু’টিতে প্রতিদিন অসংখ্য রোগী আসছে চিকিৎসা সেবা নিতে। সরেজমিন ঘুরে দেখা এই দুটি হাসপাতালের সামনে বা কাছাকাছি দুরত্বে সড়কের পাশজুড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বেশ কিছু এ্যাম্বুলেন্স অপেক্ষমান থাকে। এতে করে যানজট সেখানকার নিত্যদিনের চিত্র। এছাড়াও ঝাউতলা,বাদুলতলা,নজরুল এভিনিউ,মনোহরপুর,লাকসাম রোড এলাকায় বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানে মালামাল উঠানামাসহ কেনা-কাটা করতে আসা লোকজন পার্কিং সুবিধা না থাকায় রাস্তার উপরই গাড়ি রাখছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র আরো জানায়, নগরীর ব্যস্ততম পুলিশ লাইন,ঝাউতলা,বাদুলতলা, কান্দিরপাড়,নজরুল এভিনিউ,মনোহরপুর,কুমিল্লা হাই স্কুল রোড, মোগলটুলী,রাজগঞ্জ মোড় এলাকায় থাকা শত শত বানিজ্যিক প্রতিষ্ঠানের স্বল্প পরিসরে পার্কিং সুবিধা কোন কোন ক্ষেত্রে কোন পার্কিং সুবিধা না থাকায় সড়কের উপরই লোকজন যানবাহন পার্কিং করে প্রয়োজনীয় কাজ সেড়ে নিচ্ছেন। এতে করে ওইস্থানগুলোতেও যানজট সুষ্টি হচ্ছে। দায়িত্বশীল সুত্র মতে বানিজ্যিক ভবনগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধা থাকলে নগরবাসীদের দুর্ভোগ পোহাতে হতো না। এজন্য সবার আগে সিটিকরপোরেশনকে এগিয়ে আসতে হবে। নগর কর্তৃপক্ষ পার্কিং জোনে বানিজ্যিক বা আবাসিক কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করে নগরবাসীদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। এঅবস্থায় যত দ্রুত সম্ভব পার্কিং জোন অবমুক্ত করে স্বাভাবিক যানবাহন পার্কিং সুবিধা সুষ্টি করে সাধারন মানুষের দুর্ভোগ কমানোর দাবী সাধারন মানুষের।
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীতে ২ কেজি ৬৩০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র্যাব)-১ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উপলক্ষে এ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর প্রতিনিধি: গাংগে এহন মাছ নাই, আমরা শুধু তেল জ্বালাই আর খানা খাই। এছ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে এ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : ফরিদপুরের নগরকান্দার পৌর নির্বাচনে সুক্ষ কারচুপির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শহিদুল করিম শহিদ: কক্সবাজার সদরের ঝিলংজা মুহুরী পাড়া বিসিক এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited