চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

বাংলাদেশ সহ বিশ্বের ১১৪টি দেশের পতাকা উড়ছে

বাংলাদেশ সহ বিশ্বের ১১৪টি দেশের পতাকা উড়ছে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৯ পিএম, ২০২২-১২-০৭

বাংলাদেশ সহ বিশ্বের ১১৪টি দেশের পতাকা উড়ছে

মুহা. মনজুরুল ইসলাম (মনজু) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২ উপলক্ষ্যে ৬ ডিসেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।  
১৯তম এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশ-২০২২ সম্পর্কে প্রশংসনীয় বক্তব্য রাখেন, শ্রীলঙ্কার জগথ ভিরাসিংহে, তুরস্কের নারসেরিন টর তুরস্ক, যুক্তরাজ্যের ইয়োনা ব্লাজউইক এবং পোল্যান্ডের জেরুস ল সুচান। এছাড়া বক্তব্য রাখেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ও সমাপনী বক্তব্য রাখেন সচিব বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংবাদ সম্মেলন অনুষ্ঠানটি শেষে সমবেত কণ্ঠে একটি দেশত্ববোধক গান পরিবেশনা করা হয়।
৮ ডিসেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন থেকে ১৯তম এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশ-২০২২ শুভ উদ্বোধন করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশসহ মোট অংশগ্রহণকারী দেশ-১১৪টি; মোট শিল্পী-৪৯৩ জন, শিল্পকর্ম-৬৪৯টি। নির্বাচিত বাংলাদেশী শিল্পী-১৪৯ জন, নির্বাচিত শিল্পকর্ম-১৫৬টি। বিশ্বের নির্বাচিত দেশ ১১৩টি, নির্বাচিত শিল্পী ৩৪৪ জন, নির্বাচিত শিল্পকর্ম-৪৯৩টি। মোট পুরস্কার-৯টি। গ্রান্ড পুরস্কার ৩টি-৫ লক্ষ টাকা প্রতিটি, ক্রেস্ট ও সার্টিফিকেট; সম্মানসূচক পুরস্কার ৬টি-৩ লক্ষ টাকা প্রতিটি, ক্রেস্ট ও সার্টিফিকেট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিগত ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে। প্রদর্শনীটি এখন বিশ্বেও সকল দেশের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। গত ২০১৮ সালে অনুষ্ঠিত আয়োজনে বিশ্বের ৬৮টি দেশ অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষ্যে বিশ্বের ১০০টি দেশকে নিয়ে এই আয়োজনটি করার স্বপ্ন ছিল। এ বছর বাংলাদেশসহ বিশ্বের ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পী এবারের শিল্পযজ্ঞে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে প্রদর্শনীর জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে উৎসর্গ করা হয়েছে। সে প্রেক্ষিতে প্রদর্শনীতে বিশ্বের ১০০টি দেশের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে বিশ্বের ১২৫ দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রীগণ বরাবর, সচিব মহোদয়ের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত বিদেশি সকল দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূতগণ বরাবর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পক্ষ থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসসমূহের সম্মানিত রাষ্ট্রদূতগণ বরাবর আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি শুদ্ধ সংস্কৃতির উন্নয়ন, প্রসার এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ১৯৭৪ সালের ১৯শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করা এ দেশের শিল্পযোদ্ধাদের সাথে নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রচার-প্রসার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক প্রদর্শনী ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সরব করে রেখেছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ সূচনালগ্ন থেকে চারুকলা বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী (উল্লেখযোগ্য: দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, জাতীয় আলোকচিত্র প্রদর্শনী প্রভৃতি) আয়োজন করে আসছে।

“দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ”, বিগত ৪ দশক ধরে বিরতিহীনভাবে আয়োজনকৃত এশিয়া মহাদেশের প্রাচীনতম মর্যাদাপূর্ণ একটি আন্তর্জাতিক চারুকলা উৎসব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গর্বের সাথে এই আন্তর্জাতিক চারুকলা উৎসবের আয়োজন করে আসছে। মূলত সমকালীন শিল্পকলাকে প্রদর্শনীর মাধ্যমে শিল্পপ্রেমী দর্শক ও সংগ্রাহকদের নিকট সুপরিচিত করে তোলার লক্ষ্যে দ্বিবার্ষিক ভিত্তিতে এই আন্তর্জাতিক চারুকলা উৎসব আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। “দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ” এ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্মসমূহ যেমন–চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, স্থাপনাশিল্প ও নতুন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হয়ে থাকে। দেশি-বিদেশি চারুশিল্পীগণ এই সকল শিল্পকর্মের মাধ্যমে তাঁদের সমকালীন চিন্তা-ভাবনাকে দর্শকদের সামনে তুলে ধরেন। প্রদর্শনী উপলক্ষ্যে দেশি-বিদেশি শিল্পী, শিল্পসমালোচক, জুরি, পর্যবেক্ষকদের অংশগ্রহণে একটি নির্দিষ্ট থিম নিয়ে দুইদিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। প্রদর্শনী উপলক্ষ্যে দেশি-বিদেশি চারুশিল্পীদেরকে প্রদর্শনীর বিভিন্ন আয়োজনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আতিথেয়তা জানিয়ে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। আয়োজনসমূহের মধ্যে রয়েছে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, মাসব্যাপী প্রদর্শনী, আন্তর্জাতিক সেমিনার, নৌভ্রমণ, বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, আর্টক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান,নৈশভোজ প্রভৃতি যেখানে অংশগ্রহণ করে বিদেশি অতিথিগণ।

রিটেলেড নিউজ

ও ডব্লিউ ই এর নতুন শোরুম উদ্বোধন

ও ডব্লিউ ই এর নতুন শোরুম উদ্বোধন

জিএসএসনিউজ ডেস্ক : : লাইফস্টাইল  ডেস্ক : নারী উদ্যোক্তাদের সংগঠন অর্গানাইজেশন ফর ওমেন্স এন্টারপ্রেনার্স (ও ডব্লিউ ই) ...বিস্তারিত


দুমকীতে চলচ্চিত্র অভিনেতা রাজীব এর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত 

দুমকীতে চলচ্চিত্র অভিনেতা রাজীব এর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত 

জিএসএসনিউজ ডেস্ক : : জাহিদুল ইসলাম, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: সাবেক এফডিসির এমডি, চলচ্চিত্র অভিনেতা ও দুমকী টেকনিক্...বিস্তারিত


একটি তারা

একটি তারা

জিএসএসনিউজ ডেস্ক : : -বেবী নাসরিন। একটি তারা দূর আকাশে জ¦লছিল, বার বার কাকে যেন ডাকছিল। খুকুমণির  কার কথা মনে পড়ছিল,&n...বিস্তারিত


ঈদ ডেজার্ট কুইন’ চ্যাম্পিয়ন তানিয়া শারমিন

ঈদ ডেজার্ট কুইন’ চ্যাম্পিয়ন তানিয়া শারমিন

জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন রিপোর্টার :   ‘ঈদ ডেজার্ট কুইন-২০২৩’ চ্যাম্পিয়ন রন্ধন শিল্পী তানিয়া শারমিন। আলোচিত ম...বিস্তারিত


দেশীয় অস্ত্র হাতে গাজীপুর সিটি কাউন্সিলর দুলাল

দেশীয় অস্ত্র হাতে গাজীপুর সিটি কাউন্সিলর দুলাল

জিএসএসনিউজ ডেস্ক : : সাঈদ মৃধা:  গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর দুলালের অত্যাচারে অতিষ্ট এলাবাসি । একটি সুত্র ...বিস্তারিত


জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১ম পূনর্মিলনী অনুষ্ঠান

জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১ম পূনর্মিলনী অনুষ্ঠান

জিএসএসনিউজ ডেস্ক : : ফজলুল করিম, গোয়াইনঘাট প্রতিনিধি:: "এসো স্মৃতির অঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে" এ স্লোগানে সিলেটের গ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর