শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৯ পিএম, ২০২১-০১-২৩
সেখ মুজাহিদুল ইসলাম (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে শিকার করে আনা ১৯টি হরিণের চামড়াসহ দুই চোরা শিকারী ও পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সুন্দরবন সংলগ্ন উপজেলা শরণখোলা উপজেলা সদর থেকে বাঘের চামড়া উদ্ধারের মাত্র তিনদিনের মাথায় শুক্রবার দিবাগত রাত পোনে ২টার দিকে আবারো সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রানী পাচারকারী চক্রের দুই সদস্য মো. ইলিয়াস হাওলাদার ( ৩৫) ও মো. মনিরুল ইসলাম শেখকে ১৯টি হরিণের চামড়াসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রানী পাচারকারী মো. ইলিয়াস হাওলাদার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. মতিন হাওলাদারের ছেলে ও মো. মনিরুল ইসলাম শেখ শরণখোলা উপজেলার বাস ষ্ট্যান্ডের এলাকায় বর্তমানে বসবাস করলেও সে বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে।
এই বিপুল সংখক হরিণের চামড়া উদ্ধারের মাত্র তিনদিন আগে (মঙ্গলবার রাত ৮টার দিকে) বাগেরহাটের পূর্ব সুন্দবন বিভাগ ও র্যার সদস্যরা শরণখোলা উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি পূর্ন বয়স্ক বাঘের চামড়াসহ মো. গাউস ফকির নামে এই চোরা শিকারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার চোরা শিকারী বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিন সাউথখালী গ্রামের রশিদ ফকিরের ছেলে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় দুপুরে তার অফিসে প্রেস ব্রিফিংএ জানান, পুলিশের বর্তমান আইপিপি’র নির্দেশে বাগেরহাট পুলিশ সার্বক্ষনিক ভাবে সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রানী পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেনের নের্তৃত্বে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তারকৃত মনিরের বাসার সামনে গেলে মনির ও ইলিয়াস পালিয়ে যাবার চেষ্টা করে। এসময়ে তাদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে মনিরের দেখিয়ে দেয়া তার বাসার দোতালা ঘরের কাঠের পাটাতনের উপর হতে দুটি ব্যাগে রাখা ১৯টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রানী পাচারকারী চক্রের দুই সদস্য স্বীকার করেছে তারা সুন্দরবন থেকে হরিণ শিকার করে এসব চামড়া পাচারের উদ্যেশে মজুদ করেছিল। গ্রেপ্তারকৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে প্রেস ব্রিফিংএ জানান বাগেরহাটের পুলিশ সুপার।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিসিয...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি : শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী চেরাগআলী কাদেরিয়া টেক্সটাইলস মিলসের সামনে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ছ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহাম্মদ, মরিাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার” বিষয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited