শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩১ পিএম, ২০২১-০১-২৩
পুলক রাজ সুনামগঞ্জ : ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইজারল্যান্ড। পাহাড় পর্বতের মাঝে রয়েছে সবুজ স্বচ্ছ জলের লেক। চারদিকে সবুজ মাঠ, সারি সারি গাছ। সুইজারল্যান্ডের মনোলোভা সুন্দর্য দেখার পিপাসা নেই এমন কেউ আছে বলে মনে হয় না। ভ্রমণবিলাসিদের স্বপ্নের দেশ সুইজারল্যান্ড।
পাসপোর্ট ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন স্বপ্নের দেশ সুইজারল্যান্ড থেকে। এরজন্য সুইজারল্যান্ডের মুদ্রা সুইস ফ্রাংক ও প্রয়োজন নেই। বাংলাদেশী মুদ্রা টাকা হলেই ভ্রমণ করতে পারবেন। এতো টাকাও লাগবে না। কম খরচে নয়নাভিরাম জায়গা বাংলাদেশের সুইজারল্যান্ড নামে পরিচিত শহীদ সিরাজ লেকে যেতে পারবেন।
বলছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন এলাকা ট্যাকেরঘাটের কথা। ট্যাকেরঘাট সীমান্তবর্তী এলাকা। সঙ্গে যুক্ত ভারতের বিশাল মেঘালয় রাজ্য। আর এই মেঘালয়ের পাদদেশে সিরাজ লেক’র অবস্থান। লেকের চারপাশে পাহাড় ও টিলার সবুজের সমারোহ। স্বচ্ছ পরিষ্কার নীল জলের জন্য লোকমুখে লেকটি নিলাদ্রী নামেও পরিচিত।
জানা যায়, সীমান্তবর্তী ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারী থেকে ১৯৪০ সালে চুনাপাথর সংগ্রহ শুরু হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর খোয়ারী থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।
পরে ১৯৬০ সাল থেকে আবারও পাথর উত্তোলনের কাজ শুরু হয়। ৬ বছর মাইনিংয়ের মাধ্যমে খনিজ পাথর উত্তোলন হয়ে ১৯৯৬ সালে আবারো বন্ধ হয়ে যায়। চুনাপাথর সংগ্রহ করতে গিয়ে খুড়াখুড়ির ফলে ৩ দিকে টিলা ও এই লেকের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসি বলেছেন, ট্যাকেরঘাটের সুন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন শতাধিক পর্যটক আসে। এতে আগের চেয়ে লোকসমাগম বেড়েছে। নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে। অনেক স্ববলম্বি হয়ে উঠছে। তবে এবার করোনা ভাইরাসের কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে। প্রশাসনিকভাবেও নিষেধাজ্ঞা ছিলো কিছু দিন।
স্থানীয় বাসিন্দা মো. বাবর আলী বলেন, ২০১৭ সালে ট্যাকেরঘাটের লেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পায়। ফলে ২০১৮ সনে জনপ্রিয় হানিফ সংকেত’র অনুষ্ঠান ইত্যাদি এই সিরাজ লেকের পাড়েই হয়েছে। করোনা যেনো সবকিছু থমকে দিয়েছে। তবে প্রশাসনিকভাবে এই এলাকায় নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ায় আবারো পর্যটকদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
ঢাকার নরসিংদী থেকে সিরাজ লেক দেখতে এসেছেন মো. রিপন মাহমুদ নামে এক পর্যটক। সিরাজ লেকের সুন্দর্যে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘লেকের উত্তরে নীল পাহাড়ে ঘেরা। তিন দিকে সবুজ মখমলে মাঠে ছোট ছোট টিলা। তার উপরে আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের বেলা। পারস্য কবি আমির খসরুর কবিতার একটি লাইন মনে পড়ছে, যদি স্বর্গ কোথাও থাকে, তা এখানেই, তা এখানেই, তা এখানেই।’
উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর অর্থায়নে শহীদ সিরাজ লেক’র উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম। ফলে লেকসহ পুরো এলাকায় পর্যটকদের বসায় চেয়ার, বাচ্চাদের দোলনা স্থাপন করা হয়েছে।
তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার পদ্মসন সিংহ বলেন, পর্যটকদের সুবিধার জন্য আমরা ট্যাকেরঘাটে রেস্ট হাউজের ব্যবস্থা করেছি। দূরের পর্যটকরা সেখানে ফ্রেশ হতে পারবে। লেকের পাড়ে কংকিটের চেয়ার বানানো হয়েছে। এছাড়াও যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করবো।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিসিয...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি : শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী চেরাগআলী কাদেরিয়া টেক্সটাইলস মিলসের সামনে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ছ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহাম্মদ, মরিাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার” বিষয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited