চট্টগ্রাম   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪  

শিরোনাম

আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রটেকশন কেন্দ্র ঢাকা সাংবাদিক ইউনিয়ন!

জামায়াতপন্থীদের ক্ষমতায়নে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষিত 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৪ পিএম, ২০২০-০৮-১৯

আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রটেকশন কেন্দ্র ঢাকা সাংবাদিক ইউনিয়ন!

আসাদুজ্জামান বাবুল : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) রেজিঃ নং বি-৮২৯। সাংবাদিকদের মর্যাদার একটি প্রতিষ্ঠান। হালে এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রটেকশন কেন্দ্রে। শ্রম অধিদপ্তরের আশকারায় সাংবাদিকদের ঐতিহ্যবাহী এ সংগঠনটি বর্তমানে ভুয়া, অবৈধ ও জামায়াত-শিবির জঙ্গী গোষ্ঠীর আস্থানায় পরিণত হয়েছে।এতে জাতীয় প্রেস ক্লাবে আগত ভিভিআইপি এবং পার্শ্ববর্তী প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ের জন্য চরম হুমকির কারণ বৈকি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে একটি চিহ্নিত মহল অবৈধভাবে বহাল থাকায় এবং এখানে জামায়াত-শিবির জঙ্গী গোষ্ঠীর দলীয় কর্মকা- অব্যাহত থাকায় জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বিরাজ করছে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক মহল। কেননা, সাংবাদিকদের প্রিয় এ প্রতিষ্ঠানটি এমন একটি স্থানে অবস্থিত, যেখানে উক্ত দুটি জাতীয় অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান।যে কারণে এগুলোর নিরাপত্তার প্রশ্নটি বারবারই সামনে চলে আসছে। এমন প্রশ্ন উঠার অন্যতম কারণ, জঙ্গী গোষ্ঠী তো মুখোশের আড়ালে থাকে।ডিইউজের সদস্য পদের আড়ালে এখানে আস্থানা গেড়ে তারা নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাওয়ার অবাধ লাইসেন্স পেয়ে গেছে।আর অভিজ্ঞ মহলের ভয়টা এখানেই। 
এতকিছু যখন জামায়াতি ডিইউজে অংশে ঘটে চলেছে, তখন তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ শ্রম অধিদপ্তরের বিরুদ্ধে। শ্রম অধিদপ্তর জামায়াতি ডিইউজে নেতৃত্বকে সুরক্ষা দিতে অনৈতিকভাবে সব ধরনের সহযোগিতা দিচ্ছে।এমনকি তাদের নিজের দেওয়া চিঠির ধারাবাহিকতা রক্ষ না করে, ইসলামী ব্যাংক, রাবেতা আলমে আল ইসলাম, ইসলামী ব্যাংক হাসপাতাল, ফুয়াদ আল খতিব হাসপাতাল, কিডনি বারাকা জেনারেল হাসপাতাল, ইবনে সীনাসহ জঙ্গী গোষ্ঠীর অর্থের কাছে আত্মসমর্পণ করেছে।যার ফলে ডিইউজের ১৩ জন সদস্য শ্রম অধিদপ্তরে প্রমাণসহ অভিযোগ করা সত্ত্বেও এগুলোকে আমলে না নিয়ে বরং প্রতিটি অভিযোগের বিনিময়ে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে ডিইউজে কক্ষে মুখরোচক আলোচনা চাউর রয়েছে। এতে কেউ কেউ খুশি হলেও সচেতন সাংবাদিকরা শ্রম অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধিক্কার দিচ্ছেন। 
জানা গেছে, ডিইউজের সর্বসদস্য জনাব জসিম মেহেদী, রেজাউল করিম রেজা, আসাদুজ্জামান বাবুল শ্রম অধিদপ্তরে দালিলিক প্রমাণসহ কয়েকটি যৌক্তিক, সময়োপযোপী ও নৈতিক প্রশ্ন তুলে লিখিত অভিযোগ দাখিল করলে শ্রম অধিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোঃ আমিনুল হক-দখলদার কমিটির সাধারণ সম্পাদককে গত ২০ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখে একটি চিঠি দেন। যে চিঠিতে বলা হয়- ‘বাংলাদেশ শ্রম আইন ও মহামান্য সুপ্রিম কোর্ট বিভাগের নির্দেশনা প্রতিপালন করে এবং বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিটি গঠন ও প্রকৃত সদস্যদের সমন্বয়ে হালনাগাদ সদস্য তালিকা প্রস্তুতসহ বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধি ১৬৯(১) মোতাবেক কমিটির কলেবর নির্ধারণপূর্বক নির্বাচন সংক্রান্ত সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠনের নিমিত্তে অনুষ্ঠিতব্য সভায় পরিচালকের প্রতিনিধির উপস্থিতিসহ নির্বাচনের সকল পর্যায়ে ‘অত্র দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে বহুল প্রচারের মাধ্যমে ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচনী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। 
উক্ত চিঠিকে সম্পূর্ণ অবজ্ঞা করে একটি কথিত তামাশার নির্বাচন গত ১৪ মার্চ ২০২০ইং তারিখে সম্পন্ন হলেও একটি চিঠি দিয়েই যেন শ্রম অধিদপ্তরের সকল দায়িত্ব শেষ! এই চিঠির ধারাবাহিকতা রক্ষা এবং শ্রম অধিদপ্তরের নির্বাচন সংক্রান্ত বিধি মোতাবেক যৌক্তিক নির্দেশনা না মানার ব্যাপারে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগই গ্রহণ করা হয়নি বরং জঙ্গী ফান্ডের কাছে আত্মসমর্পণ করেছে বলে মনে করছেন অধিকাংশ অভিযোগকারী।
শ্রম অধিদপ্তরের আশকারা পেয়ে ডিইউজে জামায়াতিদের দৌরাত্ম্য এতটাই সীমা ছাড়িয়ে গেছে যে, তারা ধরাকে সরা জ্ঞান করে কেবলমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য শ্রম অধিদপ্তরের ঘাড়ে বন্দুক রেখে অসাংবাদিক জামায়াত-শিবিরের প্রায় সাতশত ক্যাডারকে ডিইউজের সদস্য পদ দিয়েছেন।এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্র ও নারীদের সম্ভ্রম নিয়ে বাণিজ্য করা আজম খান নামক এক শিবির ক্যাডারও, যে বর্তমানে সিআইডির হেফাজতে রিমান্ডে রয়েছে।অসাংবাদিক যে লোকাটি দেশেও থাকে না। যাকে শুধু ডিইউজের সদস্যই নয়, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলরও করা হয়েছে।যার গ্রামের বাড়ির ফটকে বলে লেখা রয়েছ্। তার ডিইউজের সদস্য নম্বর (১৬০০) এবং বিএফইউজের কাউন্সিলরের নম্বর ১৬৬, এওয়ান নিউজ২৪.কম।কিসের বিনিময়ে ৬টি খুনের এবং প্রায় দেড় ডজন নারী পাচারকারী মামলার আসামি, নরকের কীটকে ডিইউজের সদস্যপদ দিয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর করা হয়েছে, সে নৈতিক প্রশ্ন নীতিবান সাংবাদিকদের। 
সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, দুবাইতে নারী পাচারকারী চক্রের গডফাদার আজমের তারকাবহুল বিলাসবহুল হোটেলের সন্ধান পেয়েছি। আজম খানের মালিকানাধীন হোটেলগুলো হচ্ছে, ফরচুন পার্ল হোটেল এ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়েল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড ও হোটেল সিটি টাওয়ার। গত আট বছরে আজম খান সহস্রাধিক বাংলাদেশী তরুণীকে দুবাই পাচার করে যৌনকর্মে বাধ্য করেছে। তার বিরুদ্ধে দেশে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি হত্যা মামলা। এমন জঘন্য ব্যক্তিকে ডিইউজের সদস্যপদ দেওয়ার আড়ালে দুইজন শীর্ষ্য সাংবাদিক নেতার হাত রয়েছে এবং ব্যাপক অর্থ লেনদেন করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ডিইউজের এক নেতা জানিয়েছেন। 
সিআইডির একটি সূত্র জানায়, দুবাইতে আজম খানের বালাখানায় ডিইউজের ও বিএফইউজের বেশ কয়েকজন শীর্ষনেতা প্রায়ই যাতায়াত করতেন।এর সমন্বকারীর দায়িত্ব পালন করেন জামায়াতি ডিইউজের সভাপতি বিএনপি নেতা কাদের গনি চৌধুরী (শিবির গনি হিসেবে পরিচিত) আর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (জঙ্গি শহিদ)। 
কথিত জাতীয়তাবাদী সাংবাদিকদের সংগঠনটি বর্তমানে ডিইউজে জামায়াত-শিবির জঙ্গী গোষ্ঠীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে।তারা অবৈধভাবে জামায়াত-শিবিরের সাবেক নেতা-কর্মী ও সাথীদের এমনকি ইসলামী ব্যাংক বাংলাদেশ, রাবেতা আলমে আল ইসলাম, ইসলামী ব্যাংক হাসপাতাল, ফুয়াদ আল খতিব হাসপাতাল, কিডনি বারাকা জেনারেল হাসপাতাল, ইবনে সীনা হাসপাতাল, ফারইস্ট ইসলামী ইন্সুরেন্স ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী অসাংবাদিকদের সদস্য পদ দিয়ে ডিইইজে-বিএফইউজে নেতৃত্ব নিজেদের মধ্যে রাখার সব আয়োজন সম্পন্ন করেছে। মূলত জামায়াত-শিবির জঙ্গী গোষ্ঠী অন্যত্র মিটিং করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ডিইউজে অফিসকক্ষকে নিরাপদ ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে। যার নেপথ্যে কাজ করছে শ্রম অধিদপ্তরে কর্মরত রাজশাহীর সাবেক এক শিবির ক্যাডার।
ডিইউজের হৃত গৌরব পুনরুদ্ধার, জঙ্গি জামায়াত-শিবিরের অসাংবাদিক ক্যাডারদের কবল থেকে এটিকে মুক্ত করা, জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতসহ সাংবাদিকদের মর্যাদার প্রতিষ্ঠানকে কলঙ্কমুক্ত করা সময়ের দাবি। এ দাবি পূরণে মোঃ আমিনুল হক- পরিচালক, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, দখলদার কমিটির সাধারণ সম্পাদককে (২০ ফেব্রুয়ারি ২০২০) প্রদত্ত চিঠির ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অতীব প্রয়োজন।
 

রিটেলেড নিউজ

৬৫০ অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

৬৫০ অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহম্মদ. মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কা...বিস্তারিত


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ এর জামিনে কারামুক্তি : পরবর্তী শুভেচ্ছা সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ এর জামিনে কারামুক্তি : পরবর্তী শুভেচ্ছা সমাবেশ

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ স্কয়ার গ্রুপের লীজকৃত বড়লেখার “শাহবাজপুর চা বাগান” কর্তৃক &ldq...বিস্তারিত


রায়গঞ্জ যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : শামীম আকতার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইক...বিস্তারিত


মুরাদনগরে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগরে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন...বিস্তারিত


চকরিয়ায় বসত ভিটা থেকে বিধবাকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকি : নিরাপত্তা চেয়ে থানায় জিডি

চকরিয়ায় বসত ভিটা থেকে বিধবাকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকি : নিরাপত্তা চেয়ে থানায় জিডি

জিএসএসনিউজ ডেস্ক : : কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় এরফান আরা বেগম (৬৯) নামে এক অসহায় বিধবাকে তার স্বামীর ব...বিস্তারিত


মানবিক  সহায়তার আবেদন আমিরুলের

মানবিক  সহায়তার আবেদন আমিরুলের

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক : গ্রামের সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী আমিরুলের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। বিগত ২০২২ সালের সেপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর