শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৮ পিএম, ২০২১-০১-২৫
পুলক রাজ,(সুনামগঞ্জ) : সুনামগঞ্জ পৌর এলাকার সোমপাড়া-রায়পাড়া সংলগ্ন শতবছর পুরাতন কামারখালী খাল রক্ষণাবেক্ষণ আর অযতœ-অবহেলায় খালটির আস-পাশে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে আবর্জনা ও পঁচা দূর্গন্ধে জর্জরিত এলাকার মানুষ ও পথচারীরা।
সরেজমিনে, কামারখালী নামে ব্রিটিশ আমল থেকে প্রচলিতো। কামার-খাল নষ্ট হয়ে পানি নিঃস্কাসনের সমস্যা হচ্ছে। ফলে বৃষ্টির দিনে পানি জমে পরিবেশের জন্য অনেক ক্ষতি হয়। প্রতিদিন গৃহস্থাালি বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া খালটি এলাকার পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে।
জনগণের কাছ থেকে যানা যায়, ফুলের বাগান করা হয়েছে অলিখিতো ভাবে, জনগণের দাবী কামার খাল ক্ষনন করে পানি নিঃস্কাসনের সুযোগ করে দেওয়ার।
ফয়ছাল আহমদ বলেন, সোমপাড়া রায়পাড়া এলাকায় ঢুকতে দেখা যায় একটা ভাসমান চা-পানের দোকান। আর এই দোকানটি কামার খালের উপড়ে। দোকানটি থাকায় কামার-খালের পানি নিঃস্কাসনে চরম দূর্ভোগে।
কবির হোসেন বলেন, সোমপাড়া-রায়পাড়া ফুলের বাগান করা হয়েছে ভালো কথা কিন্তু কামার-খালের উপড়ে ফুলের বাগান কেন? কামারখালে ফুলের বাগান না করে পানি নিঃস্কাসনের জন্য ক্ষনন করা হলে বর্ষা কালে পানি সহজেই নিঃস্কাসন হবে। আমার দাবী এটা যে দ্রুত কামার-খাল ক্ষনন করা হোক কারন বর্ষা চলে আসলে আবার সমস্যা হবে।
পাপ্পু রায় বলেন, কামার-খালে ময়লা আবর্জনা ফেলে দূর্গন্ধযুক্ত ময়লার ভাগর জমিয়ে রাখা হয়েছে। পরিষ্কার করে নিয়মিত এলাকার বর্জ্য সংগ্রহ এবং এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে খালটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাই।
৪ নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, কামার খাল জেলা প্রসাশকের আওতায়। যেহেতু ৪ নং ওয়ার্ডে কামারখাল পড়েছে এটা আমার নৈতিক দায়িত্ব। আমি জনগণের ভালোবাসায় নতুন করে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছি। আমার পরিকল্পনা বাস্থবায়ন করবো। আমার দীর্ঘদিনের পরিকল্পনা জেলা প্রশাসক ও মেয়র মহোদয়ের সাথে কথা বলে কামারখালকে ক্ষনন করে পানি নিঃস্কাসনের জন্য সু-ব্যবস্থা করবো। সুনামগঞ্জ শহরের মানুষের দাবী এটা। কামারখাল বৃষ্টির দিনে ভরাট হয়ে আরপিন নগর, পশ্চিম বাজার সহ শহরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকে সড়কে। আর আমার প্রিয় মানুষদের বলছি ময়লা আবর্জনা খালের পাশে না ফেলে ঘরে একটা ড্রামে রাখতে পারবেন। প্রতিদিন পৌরসভার গাড়ী এসে নিয়ে যাবে বর্জ্য।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিসিয...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি : শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী চেরাগআলী কাদেরিয়া টেক্সটাইলস মিলসের সামনে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ছ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহাম্মদ, মরিাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার” বিষয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited