শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৭ পিএম, ২০২১-০১-৩০
সেখ মুজাহিদুল ইসলাম (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৪৮ হাজার ডোজ করোনা টিকা আসছে বরিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সিভিল সার্জন ডা: কেএম হুমাউন কবির । যা দিয়ে বাগেরহাটের ৪৮ হাজার মানুষকে টিকা দেয়া যাবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা এসব করোনা টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষন করবে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ। বাগেরহাটে ৪৮হাজার ডোজ করোনার টিকা রাখার জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই ভবনের ওয়ারহাউজে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে টিকা দেয়ার জন্য সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে আমরা নিশ্চিত হয়েছি যে প্রথম ধাপে বাগেরহাট জেলায় ৪৮ হাজার ডোজ করোনা টিকা রবিবার সন্ধ্যায় বাগেরহাটে এস পৌছাবে। এই টিকা জেলা শহর ও উপজেলা গুলোতে সরবরাহ করা হবে। এই টিকা সংরক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বাগেরহাট স্বাস্থ্য বিভাগের সাড়ে ৭ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে জানান এই কর্মকর্তা । সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের ৪৮ হাজার ডোজ করোনা টিকা বাগেরহাট জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিস্কাশনকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রদান করা হবে। আমরা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকা তৈরি সম্পন্ন করেছি । ইতিমধ্যে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। করোনার টিকা প্রদানের জন্য বাগেরহাট সদর হাসপাতালে ৮টি, সিভিল সার্জনের কার্যালয়ে ১টি ও ৮টি উপজেলায় ২টি করে, ৭৫টি ইউনিয়নে একটি করে মোট ১‘শ ২টি টিম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি টিমে টিকাদানে অভিজ্ঞ ২জন স্বাস্থ্য কর্মী ও চার জন স্বেচ্ছাসেবক রয়েছে।এছাড়া টিকা গ্রহনের পরে তাৎক্ষনিক কোন সমস্যা হলে সমাধানের জন্য ৭ সদস্য বিশিষ্ট্য এ্যাডভান্স ইভেন্টস ফলোয়িং ইমুউনাইজেশন ম্যানেজমেন্ট (এইএফআই) টিম গঠন করা হয়েছে। এসব কমিটির লোকদের প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের টিকাগুলো হাসপাতালেই দেয়া হবে বলে জানান বাগেরহাট সিভিল সার্জন ।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী ও এক জন পুরুষ মা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: শাহজাহান : মুন্সীগঞ্জের মজিদপুর জামে মসজিদ প্রাঙ্গনে স্বপ্নালোক হাউজিং লি: এর উদ্যোগে রোববার(২...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিসিয...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি : শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited