শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৩ পিএম, ২০২১-০১-৩১
প্রেসবিজ্ঞপ্তি : রাঙামাটিতে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে রাঙামাটি প্রেসক্লাবের কার্যকরী কমিটি। এতে সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক হয়েছে বাংলাভিশন ও ভোরের কাগজের নন্দন দেবনাথ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন চ্যানেল২৪ এর জিয়াউল হক জিয়া।
শনিবার দুপুরে কোর্ট বিল্ডিং এলাকায় এক সংবাদ সম্মেলনে ২৫ সদস্যর এ কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা। এ সময় তিনি বলেন, জেলায় কর্মরত ৩৮ জন পেশাদার সাংবাদিকদের নিয়ে ২৫ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ প্রেসক্লাবে দেশের মূলধারার গণমাধ্যম ১৮টি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও ৩৯টি জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সম্পাদক রয়েছেন।
লিখিত বক্তব্যে সুশীল প্রসাদ চাকমা বলেন, রাঙামাটিতে কর্মরত প্রকৃত পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে। আপনারা অবগত আছেন যে, সাখাওয়াত হোসেন রুবেল (চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পুর্বকোণ) ও স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের আনোয়ার আল হক নেতৃত্বে একটি প্রেসক্লাব কমিটি ছিল। প্রকৃতপক্ষে সে প্রতিষ্ঠানটি নামে প্রেসক্লাব হলেও এটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করত না। এরা কতিপয় ব্যাক্তি মাত্র। এরা কতিপয় ব্যাক্তির প্রতিনিধিত্ব করে। সেই তথাগঠিত প্রেসক্লাবের সাথে মুল স্রোতধারার গণমাধ্যমগুলোর রাঙামাটিতে কর্মরত প্রকৃত পেশাদার সাংবাদিকদের কোন সম্পৃক্ততা নেই।
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতার আহবান জানিয়ে সুশীল প্রসাদ বলেন, নব গঠিত রাঙামাটি প্রেসক্লাবটি দেশের মুল স্রোতধারার গণমাধ্যম ও রাঙামাটি পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে।
সুশীল প্রসাদ আরো বলেন, সাখাওয়াত হোসেন রুবেল ও আনোয়ার আল হকরা সাংবাদিকদের প্রতিনিধিত্বকারি সংগঠন দাবী করে কোথাও পরিচিয় দিয়ে সুবিধা আদায় করতে চাইলে তাহলে তা হবে প্রতারণার অংশ। এদের কোন কার্যক্রমে বিব্রতকর পরিবেশ তৈরি হলে রুবেল ও আনোয়ার আল হক দায়ী থাকবে, পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত রাঙামাটি প্রেসক্লাব এদের দায় বহন করবে না।
কোন সরকারী কিংবা বেসরকারি প্রতিষ্ঠান যদি রুবেল আনোয়ার আল হককে একক প্রেসক্লাব তথা রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রতিনিধি হিসেবে অতিথি করে তাহলে মুলস্রোতধারার গণমাধ্যমগুলো তথা পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত রাঙামাটি প্রেসক্লাব সে সকল প্রতিষ্ঠানের সকল কর্মসুচির সংবাদ সংগ্রহ তথা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবে।
কার্যকরী কমিটিঃ সভাপতি: সুশীল প্রসাদ চাকমা, দৈনিক যুগান্তর, সহ-সভাপতি: ফজলুর রহমান রাজন, সম্পাদক সিএইচটি টুডে, যমুনা টিভি, সহ-সভাপতি: মিলটন বড়–য়া, সম্পাদক সাপ্তাহিক পাহাড়ের সময়, সহ-সভাপতি: কামাল উদ্দিন, বৈশাখী টিভি, সহ-সভাপতি: চৌধুরী হারুনুর রশিদ,দৈনিক নতুন আমাদের সময়, সাধারণ সম্পাদক: নন্দন দেবনাথ, দৈনিক ভোরের কাগজ ও বাংলা ভিশন টিভি, যুগ্ম সম্পাদক: জিয়াউল হক জিয়া, চ্যানেল ২৪ টিভি, যুগ্ম সম্পাদক: সৈকত রঞ্জন চৌধুরী, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দীপ্ত টিভি, যুগ্ম সম্পাদক: শান্তিময় চাকমা, নিউ এজ, যুগ্ম সম্পাদক: মো. সোলেয়মান, এসএ টিভি, তথ্য ও প্রচার সম্পাদক: হিমেল চাকমা, ইনডিপেনডেন্ট টিভি, দপ্তর সম্পাদক: বিজয় ধর, দেশ টিভি, সহ-দপ্তর সম্পাদক: জিয়াউর রহমান জিয়া, দৈনিক আমাদের সময়
শিক্ষা ও কল্যাণ সম্পাদক: এম নাজিম উদ্দিন, ডেইলি এশিয়ান এজ, আইন বিষয়ক সম্পাদক: ইয়াসিন রানা সোহেল, আর টিভি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: আলমগীর মানিক, এশিয়ান টিভি
পরিবেশ বিষয়ক সম্পাদক: হেফাজত-উল বারী সবুজ, সময় টিভি, সমাজকল্যাণ সম্পাদক: মিলটন বাহাদুর, জিটিভি, নারী বিষয়ক সম্পাদক: ফাতেমা জান্নাত মুমু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভি, কোষাধ্যক্ষ: এম কামাল উদ্দিন, দৈনিক পূর্বদেশ, নির্বাহী সদস্য: সত্রং চাকমা, দৈনিক সমকাল ও একুশে টিভি, সাধন বিকাশ চাকমা, দৈনিক প্রথম আলো, উচিংসা রাখাইন কায়েস, ৭১ টিভি
বিহারী চাকমা, দৈনিক আমাদের বাংলা, নুরুল আমিন মানিক, দৈনিক মানব কন্ঠ।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী ও এক জন পুরুষ মা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: শাহজাহান : মুন্সীগঞ্জের মজিদপুর জামে মসজিদ প্রাঙ্গনে স্বপ্নালোক হাউজিং লি: এর উদ্যোগে রোববার(২...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিসিয...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি : শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited