শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৪৭ পিএম, ২০২১-০২-০৮
সেখ মুজাহিদুল ইসলাম , (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭ নম্বর কর্ম্পাটমেন্টের বনে আগুন লেগেছে। সোমবার সকালে লাগা এই আগুন বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকাল ৫টায় সম্পূর্ন নিয়ন্ত্রনে এনেছে বলে দাবী করেছে সুন্দরবন বিভাগ। আগুন নিয়ন্ত্রনে আসার আগেই পুড়ে গেছে বনের চার শতক জমির বলাগাছ ও লতাগুল্ম। ভোলা নদী থেকে প্রায় ৪শত মিটার সুন্দরবনের গহীনে এই আগুন নাশকতার বলে প্রাথমিক ভাবে ধারনা করছে সুন্দরবন বিভাগ। এদিকে এই আগুন লাগার ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্দ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও লন চাঁদপাই রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার ওবায়দুর রহমান। তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও’র কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির ওসি মো. বেল্লাল হোসেন বলেন, সোমবার দুপুর ১টার দিকে তারা বনে আগুন লাগার খবর পান। দ্পুুরে লোকালয়ের লোকজন সুন্দরবনের মধ্যে আগুনের ধোয়া উড়তে দেখে বন বিভাগকে খবর দেয়। এরপর চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক দ্রুত ঘটনাস্থলে এসে বনকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। এরপরপরই শরণখোলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা এম আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ২০ সদস্যের টিম ঘটনাস্থলে আসেন। প্রায় ৫শত মিটার দূরত্বের ভোলা নদী থেকে পাইপের মাধ্যমে পানি এনে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকাল ৫টায় নিয়ন্ত্রনে এনেছে বলে ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানিয়েছেন বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন। আগুন লাগা এলাকা ঘিরে প্রায় ৮ শতক এলাকা নিয়ে মাটি কেটে লইন অফ ফায়ার তৈরী করা হয়েছে। যাতেকরে আগুন গাছের শিকড় মরে মাটির নিচে তৈরী হওয়া মিথেন গ্যাস বেয়ে বনে ছড়িয়ে পড়তে না পারে। আগুন নিয়ন্ত্রনে আসলেও আগামী ২৪ ঘন্টা এই এলাকাকে নজরদারীতে রাখবে বন বিভাগ।
এদিকে সুন্দরবন বিভাগের তথ্যমতে, সুন্দরবনে ১৫ বছরে ২৭ বার আগুন লেগে পুড়ে যায় প্রায় ৮০ একর বনভূমি। এরআগে সর্বশেষ ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা,লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিসিয...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি : শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী চেরাগআলী কাদেরিয়া টেক্সটাইলস মিলসের সামনে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ছ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহাম্মদ, মরিাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার” বিষয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited