চট্টগ্রাম   শনিবার, ২৭ জুলাই ২০২৪  

শিরোনাম

ইউএনও'র উদ্যোগে অরক্ষিত রেল ক্রসিং পেল ব্যারিয়ার : পূরণ হলো দীর্ঘদিনের প্রত্যাশা, কমবে রেল দুর্ঘটনা

ইউএনও'র উদ্যোগে অরক্ষিত রেল ক্রসিং পেল ব্যারিয়ার : পূরণ হলো দীর্ঘদিনের প্রত্যাশা, কমবে রেল দুর্ঘটনা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৬ পিএম, ২০২৩-০৮-০৬

ইউএনও'র উদ্যোগে অরক্ষিত রেল ক্রসিং পেল ব্যারিয়ার : পূরণ হলো দীর্ঘদিনের প্রত্যাশা, কমবে রেল দুর্ঘটনা

আশরাফুল আলম আইয়ুব ঃ গাজীপুর জেলার কালীগঞ্জ ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা স্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া এলাকায় অরক্ষিত আছে রেল ক্রসিং। আর এ অরক্ষিত রেল ক্রসিংয়ে গত ৫ জুলাই দিবাগত রাত দুইটার দিকে ট্রেনের সঙ্গে মাইক্রোবাস ধাক্কায় মো. আল আমিন (৩৫) নামের একজন চালক নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের আরো ৫ যাত্রী আহত হন। এক সপ্তাহের ব্যবধানে একইস্থানে আরো একটি রেল দূর্ঘটনা হয়। সেখানেও ঘটে হতাহতের ঘটনা। 

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান। এ সময় স্থানীয়রা ইউএনও’র কাছে ওই অরক্ষিত রেল ক্রসিংয়ে এক জোড়া ব্যারিয়ারের দাবি জানান। পরে ইউএনও তাদের আশ্বস্ত করেন। 

জানা গেছে, বছরের পর বছর ধরে তুমলিয়া কাপাসিয়া রোড এলাকার স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি দাবি বাস্তবায়ন করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন ইউএনও। ওই এলাকায় রেল ক্রসিংয়ে দুটি ব্যারিয়ার স্থাপন ছিল স্থানীয়দের সময়ের দাবি। বিগত সময়ের ইউএনও’রাও সাধ্যমত চেষ্টা করেছিলেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি আর আলোর মুখ দেখেনি। স্থানীয়রা ধরেই নিয়েছিল এটি হয়তো আর বাস্তবায়িত হবে না। কিন্তু ইউএনও মো. আজিজুর রহমান মাত্র দুই মাসের মধ্যে দুর্ঘটনাপ্রবণ এই রেল ক্রসিংটিতে নিজ উদ্যোগে দুই পাশে দুটি ব্যারিয়ার স্থাপন করেন। শুধু ব্যারিয়ার স্থাপন করেছেন তা নয়, তিনি মাঝে মধ্যে ওই এলাকায় উপস্থিত থেকে পথচারী ও গাড়ী চালকদের সচেতন করার পাশাপাশি উক্ত ক্রসিংসহ রাস্তাটিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আর এভাবে কালীগঞ্জের দীর্ঘদিনের মরণ ফাঁদকে নিজের অর্থায়নে এক জোড়া ব্যারিয়ারের মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করলেন ইউএনও  মো. আজিজুর রহমান। নিজ উদ্যোগ ও অর্থে এমন সমস্যার সমাধানে খুশি স্থানীয়রা। আর এতে করে ওই স্থানটিতে রেল দূর্ঘটনা কমবে বলে মনে করেন স্থানীয়রা। 

এ ব্যাপারে ইউএনও মো. আজিজুর রহমান বলেন, ঢাকা বাইপাস রোডে নির্মাণ কাজ চলমান থাকায় কালীগঞ্জের ভেতরের এই রাস্তাটিতে যানবাহন চলাচলের সংখ্যা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। ফলে দুর্ঘটনার পরিমাণও বাড়ছে। কেবল জুলাই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ওই স্থানে দুটি দূর্ঘটনা ঘটে। আর সেই দূর্ঘটনায় হতাহত হয়। এ অবস্থায় ইউএনও রেলওয়েসহ সংশ্লিষ্ট উঁচ্চ পর্যায়ে বিষয়টি লিখিতভাবে জানানোর পাশাপাশি সরাসরি যোগাযোগ করেছেন।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রক্রিয়াগত কারণে কয়েক মাস সময় লাগার কথা জানান। কিন্তু তাতে বসে না থেকে জনগণের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নিজ উদ্যোগ ও অর্থায়নে গত ২৮ জুলাই পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয়দের সহযোগিতায় ব্যারিয়ারদুটি স্থাপন করি। 

উল্লখ্য, ইউএনও মো. আজিজুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) দেড় বছরের অধীক সময় কাজ করার পর পদোন্নতি নিয়ে জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ৩৪তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা। প্রায় ২ মাসের মধ্যেই তিনি বেশ কিছু ব্যতিক্রমী কাজ করে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন। এর মধ্যে তাঁর হস্থক্ষেপে অরক্ষিত রেল ক্রসিং এ ব্যারিয়ার প্রাপ্তিটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

রিটেলেড নিউজ

আন্তর্জাতিক মানের ল্যাবে দূর্নীতির অভিযোগ হাস্যকর: বাদল চন্দ্র সাহা

আন্তর্জাতিক মানের ল্যাবে দূর্নীতির অভিযোগ হাস্যকর: বাদল চন্দ্র সাহা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রুপান্তর প্রকল্পে অনিয়মের খবর প্রকাশের পর কৃষি অধিদপ্তরের ...বিস্তারিত


আবারো শ্রেষ্ঠ এসআই হলেন গাবতলী মডেল থানার আব্দুল কুদ্দুস

আবারো শ্রেষ্ঠ এসআই হলেন গাবতলী মডেল থানার আব্দুল কুদ্দুস

জিএসএসনিউজ ডেস্ক : : আল আমিন মন্ডল (বগুড়া) : আবারো বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জুন-২৪ পুরস্কার পেলেন গাবতলী মডেল...বিস্তারিত


হোমনায় কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভ

হোমনায় কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভ

জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কোটাবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ। ক্রমেই তা ছড়িয়ে পড়েছে জেলা উপ...বিস্তারিত


উত্তাল ঢাকা

উত্তাল ঢাকা

জিএসএসনিউজ ডেস্ক : : মাস্টার কামাল চৌধুরী:  কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সক...বিস্তারিত


রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় ফের আগুন

রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় ফের আগুন

জিএসএসনিউজ ডেস্ক : : রাহুল রায়হান :  রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফের আগুন দিয়েছেন আন্দোলনকা...বিস্তারিত


কোটা আন্দোলন মেহজাবীন যা বললেন

কোটা আন্দোলন মেহজাবীন যা বললেন

জিএসএসনিউজ ডেস্ক : :  শরীফূল হক :কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন বসে নেই বিনোদন অঙ্গনের তারকারাও। এক...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর