শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:২০ পিএম, ২০২১-০২-১৮
স্বপন কুমার দাস দুমকি (পটুয়াখালী) : উচ্চ আদালতের নির্দেশে পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটা ‘মেসার্স হাওলাদার ব্রিকস্’র আংশিক ভেঙ্গে ফেলা স্থাপনায় ফের শুরু করছে ইট পোড়ানোর কাজ। স্থানীয় প্রশাসন ইটভাটাটির আংশিক ধ্বংস করে বাকি স্থাপনা ১৫ দিনে সরিয়ে নিতে নির্দেশ দিলেও তা আমলে নেয়নি ইটভাটা কর্তৃপক্ষ। বরং দিনে বন্ধ রেখে রাতের আধাঁরে চলছে ইট পোড়ানোর কাজ। তবে নির্দেশ অমান্য করে ইট পোড়ানোর কাজ শুরু করলেও কোন মাথা ব্যাথা নেই প্রশাসনের। বলা হচ্ছে অবৈধ ইটভাটার স্থাপনা ভাঙ্গার কোন সরঞ্জাম না থাকায় ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। স্থানীয় সূত্রে জানাযায়, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি মৌজার চর এলাকায় অবৈধ ভাবে ইটভাটা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। অবৈধ ইটভাটা বন্ধে বাউফলের রাজনগর এলাকার জনৈক মো: জাকির হোসাইন ঢাকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগের ১৮২২০/২০১৭নম্বর রিট পিটিশনের ০৪/০৪/২০১৮ তারিখের আদেশে দুমকি উপজেলার চরগরবদি মৌজায় মেসার্স হাওলাদার ব্রিকস্ অবৈধ ঘোষনা করে তা বন্ধের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশ পেয়ে গত ২১ জানুয়ারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেসার্স হাওলাদার ব্রিকস এর কাচা ইটসহ আংশিক স্থাপনা ভেঙ্গে দেয়। এসময় ইটভাটা ম্যানেজার মো: নজরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচার বসিয়ে ইটভাটা কর্তৃপক্ষকে ২লক্ষ টাকা জরিমানা ও ১৫দিনের মধ্যে বাকী স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু প্রভাবশালী ইটভাটা কর্তৃপক্ষ অবৈধ ইটভাটার স্থাপনা না সড়িয়ে বরং দিগুণ উৎসাহে তাদের ইট তৈরী ও পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ইট ভাটার স্বত্বাধিকারী ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, আমরা আদালতের চিঠি পেয়ে ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার কাচা ইটসহ আংশিক স্থাপনা ভেঙ্গে দিয়েছি। আমাদের কাছে পুরো স্থাপনা ভাঙার প্রয়োজনীয় কোন সরঞ্জান না থাকায় তাদেরকে ১৫ দিনের সময় দেয়া হয়েছিল কিন্তু শুনেছি তারা কোন স্থাপনা সরায়নি। অল্প কিছুদিনের মধ্যেই অভিযান চালিয়ে পুরো ইটভাটা ধ্বংস করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী ও এক জন পুরুষ মা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: শাহজাহান : মুন্সীগঞ্জের মজিদপুর জামে মসজিদ প্রাঙ্গনে স্বপ্নালোক হাউজিং লি: এর উদ্যোগে রোববার(২...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিসিয...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি : শত বছরের সরকারী রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা ৩ তলা ভবন অবশেষে উচ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited