শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৬ পিএম, ২০২০-০৮-২৫
আসাদুজ্জামান বাবুল : ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক হাজী আলাউদ্দিন কোভিড-১৯ আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকায় এনজেড নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে তিনি আবেগঘন স্ট্যাটাসটি তার ফেইসবুক পেইজে পোষ্ট করেন। পাঠকের সুবিধার্থে পোষ্টটি হুবাহু তুলে ধরলাম।
প্রিয় পৌরবাসী, আসসলামু আলাইকুম
আমি আপনাদেরই হাজী আলাউদ্দিন। জন্মলগ্ন থেকে ফেনীবাসীর আপামর জনগনের সাথে সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে সুখে-দুঃখে জড়িত ছিলাম এবং আছি। আমার দীর্ঘ কর্মজীবনে আমি ফেনীর শিক্ষিত বেকার লোকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে ছোট আকারে চালু করা স্টার লাইন স্পেশাল পরিবহন কোম্পানিকে নানা দুঃখ-কষ্টে এবং প্রানান্তকর চেষ্টার মাধ্যমে স্টার লাইন গ্রুপে পরিণত করেছি এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। ফেনীর মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তরুণ শিল্প উদ্যেক্তা থাকা অবস্থায় ফেনীবাসীর পক্ষে নানাবিধ শিল্প উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দুইবার ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টিজ এর সভাপতির দায়িত্ব সফল ভাবে পালন করেছি এবং ব্যবসায়ীদের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করেছি।
এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মহোদয়ের প্রেরণায় এবং ফেনী জেলার কান্ডারী জননেতা জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়ের সহযোগিতায় ও জনগনের ভোটে নির্বাচিত হয়ে ফেনী পৌরসভার দু'দুবার মেয়রের দায়িত্ব পালন করে চলেছি। নানা জটিলতার মাঝেও এমন কঠিন দায়িত্ব¡ পালনে এবং পৌরবাসীর কল্যাণে কাজ করতে কোনরকম দুর্বলতা অনুভব করিনি।
আমি হলফ করে বলতে পারি, দায়িত্ব¡পালন কালীন সময়ে আমার নিজের স্বার্থে পৌরবাসী তথা ফেনীর মানুষের সাথে কিংবা ফেনীর (উর্ধবতন) বা অধঃস্থন কোন লোকের সাথে বাড়াবাড়ি কিংবা অহংকারী মনোভাব পোষন করিনি। এমনকি কারো সাথে কথা কাটাকাটিও আমার হয়নি। আমি আমার জীবনে অনেকের উপকারে নিজেকে উৎসর্গ করে দেওয়ার চেষ্টা করেছি, হয়তো বা চেষ্টা থাকার পর ও অনেকের চাহিদা মোতাবেক উপকার করতে পারিনি। তবে শতভাগ নিশ্চিত করে বলতে পারি, কস্মিনকালেও কারো সামান্যতম ক্ষতি হউক এমন কিছু করার চেষ্টা করিনি। যাহা মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন।
পরিশেষে আরেকটি কথা বলতে চাই, মরণব্যাধি নোবেল করোনা ভাইরাস এর বৈশ্বিক মহামারীর প্রাক্কালে ফেনীবাসীকে মহামারীর সংক্রমন থেকে রক্ষা ও গরীব দুঃখীদের সাহায্য করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি। যাহা পৌরবাসী অবগত আছেন। অথচ আজ আমি নিজেই দুরারোগ্য ব্যাধি কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মৃত্যু এক অনিবার্য সত্যের নাম। বেঁচে আছি এটা অস্বভাবিক। মানুষ মাত্রই ভুলের উর্ধ্বে নয়, আমারও ভুল হতে পারে। মৃত্যু স্বাভাবিক। দীর্ঘ জীবন চলার পথে আমি যদি কোন অনিচ্ছিাকৃত ভুল করে থাকি, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন।
পরিশেষে, আমি ও আমার ভাই বোনসহ পরিবারের সকলের সুস্থতার জন্য ফেনীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আমিন।
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : মাত্র ৭৭ সেকেন্ডের ফোন কলের সূত্র ধরে কুমিল্লার মেঘনা উপজেলার ৫ বছর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রুপগঞ্জ প্রতিনিধিঃ রুপগঞ্জের ভোলাবতে সারা দেশের মতো আগামী আসন্ন ইউপি নির্বাচনে সাধারণ মানুষ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় গতকাল মঙ্গলবার গ্রামীণফোন টঙ্গী ডিস্ট্রি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: কাঞ্চন চৌধুরী সুমন : “বাংলা স্টুডিও টিভি” ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবারের সংখ্যা ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: কাঞ্চন চৌধুরী সুমন : রবিবার বাংলাদেশ প্রেস কাউন্সিলে সন্ধ্যা ৬ টায় স্বাধীনতা সংসদের আয়োজন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোহাম্মদ শাহ্ আলম শফি, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে শাহ আলম (৫৫) নামে এক ব্যাক্তির লাশ উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited