চট্টগ্রাম   শনিবার, ২৭ জুলাই ২০২৪  

শিরোনাম

গোমতী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন : ৩ বছর ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস

গোমতী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন : ৩ বছর ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৮ পিএম, ২০২৩-০২-১৩

গোমতী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন : ৩ বছর ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :  অবৈধ ভাবে ড্রেজার দিয়ে গোমতী নদীর তলদেশ থেকে মাটি উত্তোলনের ৩ বছর অতিবাহীত হলেও প্রশাসনের পক্ষ থেকে  গ্রহণ করা হয়নি কোন ব্যবস্থা। ফলে ভোক্তভোগীদের মনে ক্ষোভ বিরাজ করছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ এলাকার গোমতী নদী থেকে দলীয় প্রভাব বিস্তার করে ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ওইমাটি উত্তোলনের অভিযোগ উপজেলা যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে। 
স্থানীয়দের অভিযোগ প্রাশাসনকে ম্যনেজ না করে এ কাজ করা সম্ভব না! তা না হলে নদী থেকে কিভাবে ৩ বছর যাবত মাটি উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। প্রশাসনের লোকজন মাঝেমধ্যে এখানে এসে অভিযান চালিয়ে বলেন ড্রেজারের কাছে কাউকে পাউয়া যায় নি তাই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। লোক দেখানো এমন অভিযানের ফলে স্থানীয়দের মুখে মুখে এখন চলছে প্রশাসনের বিরুদ্ধেসমালোচনার ঝড়।
গোমতীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী জাহাঙ্গীর আলম সরকার উপজেলা যুবলীগের সদস্য ও কোম্পানীগঞ্জ এলাকার ত্রিশ গ্রামের রুপ মিয়ার ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যাক্তি জানান, গোমতী নদী থেকে মাটি উত্তোলনের শুরুতে স্থানীয় অনেকেই প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেছিলো ওই প্রভাবশালীর বিরুদ্ধে। কিছুদিন না যেতেই ওই প্রভাবশালী বাহিনীর অত্যাচারে প্রাণরক্ষার ভয়ে যার যার অভিযোগ তুলে নেয়। তার পর থেকে এখন তাদের ভয়ে আর কেউ অভিযোগ করতে চায় না। সেখানে তারা প্রশাসনের লোকদেরকেই ভয় পায় না। যাদের ব্যবস্থা নেয়ার কথা তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে অনুসন্ধানে জানা যায়, ওই যুবলীগ নেতা শুধু গোমতির বালু এবং মাটিই উত্তোলন ও বিক্রি করে ক্ষান্ত থাকছেন না। দিন দিন তিনি হয়ে উঠছেন বেপরোয়া। ভুক্তভোগীদের অভিযোগ, জাহাঙ্গীরের বিরুদ্ধে নালিশ করে কেউ পার পায় না। গত ৩ বছর যাবত নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর এবং দক্ষিন ত্রিশ গ্রামের গোমতীর চর এবং ফসলী জমি গুলোর অস্তিত্ব বিলিন করে দিয়েছেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। দুটি গ্রামের সাধারণ মানুষ এবং কৃষকরা জাহাঙ্গীর বাহিনীর কাছে একেবারেই অসহায়। শুধু তাই নয়, তার ক্ষমতার দাপটে সাধারণ মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। অভিযোগ রয়েছে এ বালু উত্তোলনের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস নেই, কৃষকদের চরের জমির মাটি লুটে নিলেও কারো কিছু বলার ভাষা নেই। অসহায় হয়ে নাম মাত্র মুল্যে চরের সকল জমি জাহাঙ্গীরের কাছেই বিক্রি করতে হচ্ছে কৃষকদেরকে। গত পাঁচ বছর যাবত তার বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহন করছে না পুলিশ এবং প্রশাসন। অভিযোগ করতে গিয়ে অদৃশ্য শক্তির রোষানলে পড়তে হচ্ছে। প্রশ্ন এসেছে কে এই জাহাঙ্গীর? তার এতো ক্ষমতার উৎস কোথায়? তার কাছে কি প্রশাসনও অকার্যকর? ভূক্তভোগী ত্রিশ এলাকার বাসিন্দাদের মাঝে এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। 
ত্রিশ এলাকার কৃষক আদম আলী, আবু মুছা, ধনু মিয়া ও আব্দুল করিমসহ আরো বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, নদীর তীরে আমাদের নিজস্ব জমিতে আমরা চাষবাস করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু এখন ড্রেজার দিয়ে প্রভাবশালীরা যেভাবে চরের ফসলি জমির মাটি উত্তোলন করে নিচ্ছে তাতে আমাদের সব জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং আমরা নি:স্ব হয়ে যাচ্ছি। 
অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার মুঠোফোনে শুরুতে গোমতী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করলেও পরে আবারতা অস্বীকার করেন। তিনি বলেন, আমি গোমতী নদীতে ড্রেজার চালাই না। চলমান ড্রেজার কে চালায় তা ও আমি জানি না।
মুরাদনগর উপজেলার নদী রক্ষা কমিটির সভাপতি ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী গোমতী নদী থেকে মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, এর আগে আমি নিজে বেশ কয়েকবার মাটি উত্তোলনের কার্যক্রম বন্ধ করেছি। বর্তমানে আবার মাটি উত্তোলন করছে কিনা বিষয়টি আমার জানা নেই। যদি মাটি উত্তোলন চালু থাকে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালিউজ্জামান গোমতী নদী থেকে ৩ বছর যাবত মাটি কাটার বিষয়টি বিস্ময় প্রকাশ করে বলেন, ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

রিটেলেড নিউজ

আন্তর্জাতিক মানের ল্যাবে দূর্নীতির অভিযোগ হাস্যকর: বাদল চন্দ্র সাহা

আন্তর্জাতিক মানের ল্যাবে দূর্নীতির অভিযোগ হাস্যকর: বাদল চন্দ্র সাহা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রুপান্তর প্রকল্পে অনিয়মের খবর প্রকাশের পর কৃষি অধিদপ্তরের ...বিস্তারিত


আবারো শ্রেষ্ঠ এসআই হলেন গাবতলী মডেল থানার আব্দুল কুদ্দুস

আবারো শ্রেষ্ঠ এসআই হলেন গাবতলী মডেল থানার আব্দুল কুদ্দুস

জিএসএসনিউজ ডেস্ক : : আল আমিন মন্ডল (বগুড়া) : আবারো বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জুন-২৪ পুরস্কার পেলেন গাবতলী মডেল...বিস্তারিত


হোমনায় কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভ

হোমনায় কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভ

জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কোটাবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ। ক্রমেই তা ছড়িয়ে পড়েছে জেলা উপ...বিস্তারিত


উত্তাল ঢাকা

উত্তাল ঢাকা

জিএসএসনিউজ ডেস্ক : : মাস্টার কামাল চৌধুরী:  কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সক...বিস্তারিত


রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় ফের আগুন

রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় ফের আগুন

জিএসএসনিউজ ডেস্ক : : রাহুল রায়হান :  রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফের আগুন দিয়েছেন আন্দোলনকা...বিস্তারিত


কোটা আন্দোলন মেহজাবীন যা বললেন

কোটা আন্দোলন মেহজাবীন যা বললেন

জিএসএসনিউজ ডেস্ক : :  শরীফূল হক :কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন বসে নেই বিনোদন অঙ্গনের তারকারাও। এক...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর