চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

আখাউড়ায় প্রস্তাবিত স্কুলের জমি দখলের চেষ্টা

আখাউড়ায় প্রস্তাবিত স্কুলের জমি দখলের চেষ্টা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৩২ পিএম, ২০২১-০৭-১১

আখাউড়ায় প্রস্তাবিত স্কুলের জমি দখলের চেষ্টা

মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর গ্রামে প্রস্তাবিত একটি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় ভূমিদস্যুরা স্কুলের জমির জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।চলতি বছরে স্থাপিত স্কুলটির প্রস্তাবিত নাম তন্তর আবদুল কুদ্দুছ ভূইয়া প্রাথমিক বিদ্যালয়।হাজী আবদুল কুদ্দুছ ভুইয়া ওই স্কুলটির প্রতিষ্ঠাতা।

গত শুক্রবার সকালে স্কুলের জমিতে এবং সন্ধ্যায় তন্তর বাজার খন্দকার মার্কেটের সামনে স্কুলের জন্য জমি দানকারী আল মামুন ভূইয়ার উপর হামলা করে প্রাণনাশের হুমকি দেয় একদল ভূমিদস্যু।

ওই ঘটনায় তন্তর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ ভূইয়ার ছেলে আল মামুন ভূইয়া বাদী হয়ে আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগে আশেক ভূইয়া,মাসুদ দিপু,আব্দুল্লাহ সরকার, আকরাম,মাহবুব সহ মোট ১২ জনকে আসামী করা হয়েছে।image

এবিষয়ে আল মামুন ভূইয়া জানান,তন্তর মৌজা ২০৮ দাগে ৪০ শতক ভূমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে আমি মালিক। আমার গ্রামে সরকারী কোনো প্রাইমারী স্কুল নাই।গ্রামের লোকজনের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জমিটি প্রাইমারী স্কুল করার জন্য দান করে দিয়েছি।ওই জমির পশ্চিম পাশ দিয়ে অনুমান ১০ ফুট প্রস্থে  আব্দুল্লাহ সরকারের নেতৃত্বে একদল ভূমিদস্যু জোরপূর্বক দখলের চেষ্টা করে।আমি বাধা দিলে আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে এবং হত্যার হুমকি দেয়। আক্রমণকারীরা বিএনপি’র চিহ্নিত সন্ত্রাসী।স্কুলটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য আইনমন্ত্রী আনিসুল হক সহ স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানান তিনি।

এবিষয়ে ধরখার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন ভূইয়া বলেন,আমার গ্রামের দীর্ঘদিনের একটা দাবি ছিলো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য।আমাদের গ্রাম থেকে ভাটামাথা ও ছতুরা প্রাইমারী স্কুলের দূরত্ব এক কিলোমিটারের উপরে।এতো দূরে গিয়ে ছোট ছেলেমেয়েদের পড়াশুনা করতে অনেক কষ্ট হয়।বিদ্যালয়ের কাজ এখন প্রক্রিয়াধীন আছে।

স্কুলের জমির উপর দিয়ে বিএনপির কিছু লোক জোর করে রাস্তা নিতে চাচ্ছে।জানতে পারছি নাছির, আশেক, তফাজ্জল সহ আরও কয়েকজনের কারনে স্কুলের কাজটা বাধাগ্রস্থ হচ্ছে।অনেক বছর পর গ্রামে স্কুলটা হচ্ছে।এই কাজে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে সেজন্য স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

তাছাড়া স্কুলটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের সুদৃষ্টি কামনা করেন গ্রামবাসীরা।

এদিকে প্রস্তাবিত ওই স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ সরকার বলেন,স্কুলের যায়গায় অন্য কারও যায়গা নাই।রাস্তা নিয়ে আল মামুন ভূইয়ার সাথে কোনো সংঘর্ষ হয়নি।ঘরের পিছনে আমার যায়গা আছে।আমার রাস্তা লাগলে আমার যায়গায় রাস্তা তৈরি করবো।এখানে আগে রাস্তা ছিলো।গ্রামবাসীর স্বার্থে যদি রাস্তার দরকার লাগে তারা রাস্তা করবে।

অভিযোগ অস্বীকার করে মাহবুব নামে অপর একজন বলেন,এ সম্বন্ধে আমি কিছু জানিনা।যারা রাস্তা দিয়েছে তারা জানে।

আখাউড়া ২ নং ধরখার ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল হক বাছির বলেন,গত এক মাস আগে স্কুলের জন্য যায়গাটা দান করে দিছে।কুচক্রী মহল স্কুলের জমির উপর দিয়ে  রাস্তা নিতে চাচ্ছিলো সেটা শুনছি।ইচ্ছে করলেই জোর করে রাস্তা নেয়ার কোনো সুযোগ নাই।স্কুলের যায়গার উপর দিয়ে রাস্তা নিতে পারবেনা,গ্রামবাসীরা সেটা দিবেনা।কিভাবে কাজ করলে দ্রুত স্কুলের কাজটা হয়ে যায় তার জন্য যোগাযোগ করা হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া বলেন,স্কুলটির সরকারী নিবন্ধন এখনো হয়নি।এখন আপাতত স্কুলের জন্য জমি বরাদ্দ হয়েছে।নতুন করে এক হাজার প্রাইমারী স্কুল সরকারী করার প্রকল্পটি এখন স্থগিত আছে।অনলাইন থেকে ফরম পূরন করে পরবর্তীতে স্কুলটি সরকারী করার জন্য এপ্লিকেশন করা হবে।আমরা চাচ্ছি যায়গাটা ভরাট করে স্কুলটা চালু হোক। এখানে ব্যক্তি মালিকানায় একটি রাস্তা ছিলো। যাদের রাস্তাটি ছিল তারা এখন সেটি সরিয়ে ফেলেছে।দুইপক্ষের সাথে কথা বলে বিষয়টা মীমাংসা করার চেষ্টা করছি।

এবিষয়ে আখাউড়া থানার ওসি(তদন্ত) মাসুদুল ইসলাম বলেন,দুইপক্ষের দুইটি অভিযোগ পেয়েছি।অভিযোগের সত্যতা যাচাই করতে ধরখার ফাঁড়ি থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।সত্যতা যাচাই শেষে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।

image

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চট্টগ্রাম বঙ্গবন্ধু  ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : নুর আমিনা :  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ১০৪ তম জন্ম বার্...বিস্তারিত


রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জিএসএসনিউজ ডেস্ক : : মো: শরিফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, র...বিস্তারিত


কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

কাজিয়াতল জনকল্যাণ ফোরামের বৃত্তি প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহম্মদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ২৪ জন মেধাব...বিস্তারিত


চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন:বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : শাহ আলম শফি :  চট্টগ্রাম বিভাগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স শ্রেষ্ঠ স্থান অর্জন করায় বরুড়...বিস্তারিত


রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : মো.শামীম আক্তার,রায়গঞ্জ(সিরাজগঞ্জ): স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্...বিস্তারিত


প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে রূপগঞ্জের তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের  রূপগঞ্জে  রূপগঞ্জ ইউনিয়নে  &...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর