শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:০২ পিএম, ২০২০-০৯-০৮
এম.শাহরিয়ার কামাল: লক্ষ্মীপুরের কমলনগরে জাঁকজমকপূর্ণ কয়েকটি বাজারের মধ্যে অন্যতম চৌধুরী বাজারে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ কর্তৃক কোন গণশৌচাগার না থাকায় এখানে আগত হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে উঠেছে।
বাজারটিতে প্রায় চার শতাধিক ব্যবসায়ী প্রতিনিয়ত ব্যবসা করছেন। এছাড়া দু’টি জামে মসজিদ, একটি প্রাইমারি স্কুল, দু’টি কিন্ডার গার্ডেন, একটি হাই স্কুল ও পুলিশ তদন্ত কেন্দ্র (ফাঁড়ি) থানাসহ পাঞ্জেগানা মসজিদ নিয়ে বাজারটি গড়ে উঠেছে। সাপ্তাহিক মঙলবার ও শুক্রবার এ দুই দিন বসে গ্রামীন হাট। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো ক্রেতা ও বিক্রেতারা। নির্ধারিত কোন গণশৌচাগার না থাকায় বাধ্য হয়েই মারাত্মক পরিবেশ দূষণ করে লোকজনকে যত্রতত্র খোলা যায়গায় মল-মূত্র ত্যাগ করতে হচ্ছে। তাছাড়া কর্মের টানে ছুটে ফেরা মানুষগুলোকে পড়তে হচ্ছে সমস্যায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, চৌধুরী বাজার জামে মসজিদে উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত একটি টয়লেট রয়েছে। তবে বাজার ব্যাবসায়ী, মসজিদের মুসল্লি, ও আগত পথচারীরা উন্মুক্ত পেয়ে নির্বিঘ্নে ব্যবহার করায় অল্প দিনেই টয়লেটটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।নিরুপায় হয়ে এটাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এতে করে জরুরী মুহুর্তে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজার ব্যাবসায়ী ও পথচারী সহ নানা শ্রেনীপেশার মানুষকে। এদিকে বাজারটি ঘেঁষে হাজির হাট পুলিশ তদন্ত কেন্দ্র(ফাঁড়ি) থানায়ও নানান কারনে আগতদের জন্য কোন শৌচাগারের ব্যবস্থা না থাকায় বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে ।
এ বিষয়ে কমলনগর উপজেলা ভাইসচেয়ারম্যান ওমর ফারুক সাগর বলেন, উদ্যোগ ও অর্থ থাকলেও জায়গার অভাবে জরুরী প্রয়োজন স্বত্বেও একটি পাবলিক টয়লেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে জায়গা পেলে অতি শীঘ্রই কমলনগর উপজেলা পরিষদের বরাদ্ধ থেকে পরিবেশ বান্ধব, নিরাপদ ও পরিচ্ছন্ন একটি পাবলিক টয়লেট নির্মান করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। চৌধুরী বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ ফারুক জানান, সকালে বাসা থেকে প্রয়োজনের থেকে কম খেয়ে দোকানে আসি যাতে দুপুরে বাড়ি ফেরার আগ মুহুর্তে টয়লেটে যাওয়ার প্রয়োজন না পড়ে। চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মোঃ মামুন বলেন, টয়লেট না থাকায় বাজারের ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সরকারী উদ্যোগে একটি পাবলিক টয়লেট নির্মান করে দিলে বাজার ব্যবসায়ী, মসজিদের মুসল্লি ও পথচারীদের প্রয়োজন মুহুর্তে সমস্যা লাগব ও দীর্ঘদিনের দাবী পূরণ হবে। কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানের আশু দৃষ্টি কামনা করেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীতে ২ কেজি ৬৩০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র্যাব)-১ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উপলক্ষে এ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর প্রতিনিধি: গাংগে এহন মাছ নাই, আমরা শুধু তেল জ্বালাই আর খানা খাই। এছ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে এ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : ফরিদপুরের নগরকান্দার পৌর নির্বাচনে সুক্ষ কারচুপির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শহিদুল করিম শহিদ: কক্সবাজার সদরের ঝিলংজা মুহুরী পাড়া বিসিক এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited