শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫১ পিএম, ২০২০-১০-১২
এনামুল হক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নতুন নতুন প্রযুক্তি আর আধুনিকতায় অনেক কিছুই বিলপ্তি পথে। কয়েকদশক আগে কমবেশি সব এলাকাতেই গরু দিয়ে টানা হতো তেলের ঘানি। তেল সংগ্রহের সনাতন এই পেশা বিলুপ্তির পথে। তার পরও পৈত্রিক পেশা আঁকড়ে ধরে আছেন কেউ কেউ। বিয়ের ১ মাস পরে থেকেই মোছা. মরিয়ম বেগম (৪৫) তার স্বামী লোকমান হোসেন (৫৫) কে নিয়ে ৩০ বছর ধরে এ ঘানি টানছেন। দুটি ঘানি থেকে যে টাকা পান তা দিয়েই টেনেটুনে তিন ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার চলে তাদের । তবে দুইটি ঘানি টানতে দুটি গরুর প্রয়োজন হলেও একটি ঘানি টানার জন্য গরু কেনার টাকা নেই তাদের। মরিয়ম ও স্বামী লোকমান হোসেন সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামের বাসিন্দা।ঘানিটানা সংগ্রামী নারী মোছা. মরিয়ম বেগম (৪৫) জানান, বিয়ের পর থেকেই দেখে আসছি আমার শ্বশুর ও স্বামী এই ঘানি টেনেই সংসার চালাচ্ছেন। আমার বিয়ের হাতের মেহেদীর রং না উঠতেই আমাকে এই ঘানির কাজে লাগিয়ে দেন শ্বশুর বাড়ির লোকজন। প্রথম অবস্থায় খুব খারাপ লাগতো মাথা ঘুরতো। কিছুক্ষণ বিশ্রাম নিতাম আবার ঘানি টানতাম। এই ঘানি টানছি প্রায় ৩০ বছর ধরে। ঘানি টানার কারণে আমার কিডনির সমস্যা হয়েছে। ডাক্তার ভাড়ি কাজ করতে নিষেধ করেছে। তারপরেও বাধ্য হয়ে ঘানি টানছি। ঘানি টেনে যে টাকা পায় তা দিয়েই টেনেটুনে সংসার চালাচ্ছি। আর ঘানি যদি না টানি তাহলে সংসার চলবে না। এদিকে নিজের ঔষধ ও স্বামীর ঔষধও কিনতে পারবো না।সরকারিভাবে যদি আমাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতেন অথবা দুটি বলদ বা বড় গরু কিনে দিতেন তাহলে খুব উপকার হতো। মরিয়মের স্বামী লোকমান হোসেন প্রামাণিক (৫৫) বলেন, অনেক কষ্টে আছি। নিজে অসুস্থ আবার আমার স্ত্রীও অসুস্থ। আমাদের দুটি ঘানি আছে একটি ঘানি গর দিয়ে টানি অন্যটি আমি আমার স্ত্রী ও ছেলেকে দিয়ে টানাই। ঘানি টেনে সরিষা থেকে যে তেল বের হয় তা বিক্রয় করে যেটা আয় হয় তা দিয়ে নিজের ঔষধ স্ত্রীর ঔষধ কিনি আর টেনেটুনে সংসার চালাই। ঘানি না টানলে খাওবো কি? ঘানি টানার জন্য ভালোমানের বলদ গরু কেনার প্রয়োজন কিন্তু টাকার অভাবে তা পারছি না। আমাদের সরকারের সাহায্য সহযোগিতা চাই৷
তিনি আরও বলেন, এই পেশা আমার বাপ দাদার আমলের। বাবা বলেছে হালাল খাওয়ার জন্য এই পেশায় থাকতে। কোন দিন হারাম খাবি না যার জন্য এই পেশায় এখনো আছি।এদিকে প্রতিদিন প্রায় এক মণ সরিষা ঘানির মাধ্যমে তেল তৈরি হয় ১০-১৫ কেজি। প্রতি কেজি বিক্রয় হয় ২২০-২৫০ টাকা। বিশুদ্ধতার নিশ্চয়তা থাকায় ক্রেতারা এখান থেকেই তেল ক্রয় করছেন বলেও জানা যায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : তুচ্ছ ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা আক্তার(২৫) নামে তি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুনে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিহারী চাকমা : রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী : আট পেরিয়ে নয়ে পর্দাপণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই শ্লোগানকে সামনে রেখে ঐত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাদল নরসিংদী প্রতিনিধি : চতুর্থ দফায় আসন্ন নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনে মনোনয়ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited