শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২০-১০-০৫
মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা : দেবিদ্বার উপজেলা পরিষদ চত্তরে ‘বঙ্গবন্ধু মোড়াল মঞ্চে’ “সবাই মিলে তুলব গড়ে পরি”ছন্ন দেবিদ্বার, ভবিষ্যৎ প্রজন্মকে এই মোদের অঙ্গীকার” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ১০টায় ‘দেবিদ্বার নাগরিক কমিটি’র উদ্যোগে ‘দেবিদ্বার পরি”ছন্ন অভিযান’র উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. জয়নুল আবেদীন’র সভাপতিত্বে এবং আনোয়ার পারভেজ’র সঞ্চালনায় উক্ত পরি”ছন্ন অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
আলোচনা শেষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তর থেকে প্রায় ৩ শত সে”ছা সেবক ৫টি টিমে বিভক্ত হয়ে দিন-ব্যাপী পৌর এলাকায় পরি”ছন্নতা অভিযান পরিচালনা করেন।
আলোচনায় অংশ নেন, আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী দেবিদ্বার পৌর সভার মেয়র প্রার্থী হাজী আবুল কাসেম চেয়ারম্যান, মো. মনিরুল ইসলাম, ভিপি মো. বাবুল হোসেন রাজু, মো. সাইফুল ইসলাম শামিম প্রমূখ।
স্বাগতিক বক্তব্য এবং শপথ বাক্য পাঠ করান, দেবিদ্বার পরি”ছন্নতা অভিযান’র সমন্বয়কও নাগরিরক কমিটির আহ্বায়ক আমিন শামিম, সার্বিক সহযোগীতায় ছিলেন, শাহদাৎ হোসেন সুয়েব, আনোয়ার পারভেজ, সাইদুজ্জামান টিটু, বিপ্লব ভূঁঞা, সৈয়দ খলিলুর রহমান বাবুল।
আলোচকরা বলেন, ১৮ বছর পূর্বে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হলেও নির্বাচিত প্রতিনিধি না থাকায় এখন পর্যন্ত ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত ডাম্পিং স্পট তৈরী হয়নি, ফলে যত্রতত্র ময়লা আর্জনার থাকায় পুরো পৌরবাসী এক অস্বা¯’্যকর পরিবেশে শ^াসরুদ্ধকর জীবন যাপন করতে হ”েছ। ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলা সদর থেকে দক্ষিন দিকে বানিয়াপাড়া-বারেরা এবং উত্তর দিকে মহিলা কলেজ ও মহিলা কলেজ থেকে চাপানগর- সাইলচর পর্যন্ত সড়কের দুপাশকে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জণার ডাস্টবিন তৈরী করায় পৌরবাসীর সীমাহীন দূর্ভোগ পোহাতে হ”েছ। তাছাড়া সদর এলাকার অলি-গলির সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়ায় সামান্য বৃষ্টিতে পুরো সদর এলাকাটাই যেন ডাস্টবিনে পরিনত হয়ে যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, দেবিদ্বার পৌর এলাকাকে পরি”ছন রাখতে খুব শীঘ্রই এক একর জমি অধিগ্রহন পূর্বক ময়লা আবর্জনা সংরক্ষনের ডাম্পিং ষ্টেশন প্রতিষ্ঠা করা হবে। তিনি পরি”ছন্ন অভিযানে উপস্থিত প্রায় তিন শতাধিক সে”ছা সেবকের উদ্দেশ্যে বলেন, অতিত লড়াই সংগ্রাম সহ জাতীয় দূর্যোগ মোকাবেলায় তরুণ যুবরাই মূখ্য ভূমিকা পালন করেছে। তরুণ- যুবরাই জাতির আগামী ভবিষ্যৎ বিনির্মাণের কান্ডারী। একদিনের কর্মসূচী সফলতার মধ্য দিয়েই পরি”ছন্ন অভিযান শেষ করলে হবেনা, মননে- হৃদয়ে প্রতিদিনের রুটিনে পরি”ছন্নতার মানষিকতা রাখতে হবে। তাহলে পরিবেশ পরি”ছন্নতার পাশাপাশি এ তরুণ- যুবরাই নিজেদের পরি”ছন্ন মনের জোরে জাতিকেও অভিষ্ঠ লক্ষে পৌঁছাতে পারবে।
আয়োজকরা ৫টি টিমে বিভক্ত হয়ে দিন ব্যাপী পরি”ছন্ন অভিযান সফল করেন এবং সাথে পৌর সভায় নিয়োজিত ২২ জন পরি”ছন্ন কর্মীও সহযোগীতায় ছিলেন। তাছাড়া পৌরবাসীকে পরি”ছন্ন থাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণে পৌরবাসীর হৃদয়ে প্রভাব ফেলতে সক্ষম হয়।
টিম প্রধানরা ছিলেন, সাইফুল ইসলাম মোর্শেদ, আল-আমিন, নাহিদুল এর নেতৃত্বে মোহনা আবাসিক এলাকা। ফজলে-আল-রাব্বী, তৌফিকুল আলম মামুন, বিল্লাল হোসেন’র নেতৃত্বে- শান্তিরোড থেকে মাষ্টারবাড়ি। ইকবাল হোসেন রুবেল, কাউছার আহমেদ ও সাদ্দাম হোসেন’র নেতৃত্বে- নিউমার্কেট থেকে মহিলা কলেজ রোড। আমিন শামিম, সাঊদুজ্জামান টিটু, ফার্মার বিপ্লব ভূঁঞা’র নেতৃত্বে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তর এলাকা। সিক্ত, সাব্বির আহমেদ পলাশ, কামরুল ইসলাম শুভ’র নেতৃতে গোমতী আবাসীক এলাকা।
আয়োজকরা জানান, এ অভিযান প্রতিদিন সম্ভব নয়, তাই মাসে অন্তত: একবার হলেও পৌরবাসীর স্বার্থে পরি”ছন্ন অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: মুরাদনগর উপজেলার জাহাপুরে দু’পক্ষের সংঘর্ষ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : পুলক রাজ সুনামগঞ্জ : ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইজারল্যান্ড। পাহাড় পর্বতের মাঝে রয়েছে সবুজ স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নাকি পৌর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সেখ মুজাহিদুল ইসলাম (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ভূমিহীনদের মধ্যে জমি ও ঘর প্রদান করা হয়েছে--এমপি ইউসুফ আবদুল্ল...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডে জড়িত ছাত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited