শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:১৭ পিএম, ২০২০-০৮-১২
মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা :কুমিল্লার বরুড়ার কৃতি সন্তান, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা করায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরুড়ার সামাজিক সংগঠনগুলো। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নিজস্ব পেইডে ও ফেইজবুক পেইজে প্রতিবাদ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানায়। জানা যায় গত ১৩ এপ্রিল বরুড়া মৌলভীবাজারে অবস্থিত ফেয়ার হসপিটালে তানজিদ সফি অন্তেরের বোন নাফসি জাহান পেটের ব্যাথা ও বমির উদ্রেকে নিয়ে ফেয়ার হসপিটালে চিকিৎসা নিতে আসেন। এ সময় ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের চেম্বারে নাফসি জাহানকে দেখানো হয়। পরে তিনি নাফসি জাহানের একটি আল্টেিসানগ্রাফি করান। এতে তার পেটে এপেন্ডিসাইটিস ধরা পড়লে তিনি অপারেশন করার জন্য পরামর্শ দেন অপারেশনের সম্মতি দিলে, কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত ও বিএমডিসি নিবন্ধিত সার্জন ডাঃ রাশেদুজ্জামান (রাজিব) নাফসি জাহানের অপারেশন করেন এবং অপারেশন সফল ও হয়। এরপর তিন চার মাসের মাঝা মাঝি সময়ের দিকে আবারো নাফসির অপারেশনের স্থানে ব্যাথা হলে ডাঃ ইকবাল হোসেনের কাছে নিয়ে আসেন। পরে তিনি নাফসির সেলাইয়ের স্থানে ড্রেসিং করে এন্টিবায়োটিক ও ব্যাথার ঔষধ লিখে দেন। পরবর্তীতে নাফসি পেটের ব্যাথার সাথে জ্বর নিয়ে ফেয়ার হসপিটালে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিলে তার পেট ব্যাথা ভালো হয়ে যায়। পরেরদিন বিকাল ৩ টার ডা. ইকবাল হোসেন চেম্বারে আসলে তাদের সাথে দেখা হয়। ততক্ষণে তারা রুগীকে হসপিটাল থেকে রিলিজ করে চলে যায়। যার কারনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য ডা. ইকবাল হোসেন নাফসির কোন পরীক্ষা করাতে পারেননি। দুই তিনদিন পর নাফসির ভাই অন্তর কুমিল্লায় একটি প্রাভেট হসপিটালে আল্টাসোনগ্রাফি করে একটু সমস্যা পেয়ে ডা. ইকবাল হোসেনকে ফোনে বিষয়টি জানালে তিনি ছবি তুলে মেসেঞ্জারে পাঠাতে বলেন। অন্তর সে রির্পোটের ছবি পাঠালে তিনি রির্পোটে একটু অসুবিধা দেখে ডা. রাজিবের সাথে কথা বলে ফেয়ার হসপিটালের পরিচালক ও অন্তরের আতœীয় মিজানুর রহমান মুন্সিকে দিয়ে নাফসিকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠান। মিজানুর রহমান মুন্সি নাফসিকে ডা. রাজিবের চেম্বারে নিয়ে যান। এবং তিনি নিজে উপস্থিত থেকে নাফসিকে ডাঃ রাজিবের রেফারেন্সে ডাঃ মাহমুদুরের তত্বাবধানে ভর্তি করিয়ে চিকিৎসার সকল ব্যবস্থা করেন। পরে অপারেশন করে পূর্বের অপারেশনের স্থান থেকে পূজ বের করে সেলাই করে দেওয়া হয়। বর্তমানে নাফসি ভালো ও সুস্থ আছেন।
এ ঘটনায় নাফসির বড় ভাই তানজিদ সফি অšন্তর বাদী হয়ে ভুল চিকিৎসার অভিযোগ এনে সার্জন ডাঃ মোঃ রাশেদুজ্জামান (রাজিব) এর বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ডাক্তার রাজিবের সাথে ডা. ইকবাল হোসেনকেও উদ্দেশ্য প্রনোদত ভাবে জড়ানো হয়।
এছাড়াও নাফসির বড় ভাই অন্তর বিভিন্ন সংবাদপত্রে ভূল তথ্য প্রচার করে ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার মূলক সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় মানবিক চিকিৎসক ও বিভিন্ন সামাজিকতা সংগঠনের উপদেস্টা ডা. ইকবাল হোসেনের বিরুদ্বেু ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এবং অপপ্রচার করায় বরুড়া বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও জোড়ালো প্রতিবাদ জানিয়েছে। উল্লেখ্য, নাফসির ফেইজবুক স্ট্যাটাস থেকে জানা গেছে, ডা. ইকবাল হোসেনের সাথে তাদের পারিবারিক সু-সম্পর্ক রয়েছে। সে সুসম্পর্কের কারনে দীর্ঘদিন যাবৎ নাফসির সপরিবার তাঁর কাছে চিকিৎসা গ্রহন করে আসছেন। এ বিষয়ে ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নাফসির অপারেশন করেন ডা. রাজিব। আমি যতবার তাকে দেখেছি একটিবারও ভিজিট নেয়নি। অথচ মামলায় আমাকেই ১নং আসামী করা হয়েছে। তিনি নাফসির সুস্বাস্থ্য কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : রাজস্ব আদায় কার্যক্রম জোরদার করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : এনামুল হক,সিরাজগঞ্জঃ সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামরার চার্জ গঠন শুনান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামরার চার্জ গঠন শুনান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামরার চার্জ গঠন শুনান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited